ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর ভারত ভাগ করে আলাদা দেশ চাওয়া কট্টরপন্থীরা পাকিস্তানে চলে গেছে। কিন্তু এখন পুনরায় দেশে ভারত বিরোধী পাকিস্তান সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাদ্দাম খুরেশি নামের এক শয়তানকে গ্রেপ্তার করা হয়েছে। যে থাকে ভারতে কিন্তু এবং নাগরিক হিসাবেও ভারতীয় কিন্তু ধার্মিক দিক দিয়ে এর আনুগত্য পাকিস্থানের উপর। অর্থাৎ সম্পূর্ণ নিষ্ঠা পাকিস্তানের উপর। ঘটনা বিহার রাজ্যের যেখানে ভহোয়াটসঅ্যাপ গ্রূপ চালাচ্ছিল সাদ্দাম কুরেশি এবং হোয়াটসঅ্যাপ গ্রূপ এর নাম ছিল পাকিস্তান জিন্দাবাদ।
এই গ্রূপে অন্য উন্মাদীরাও উপস্থিত ছিল এবং সবাই ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছিল। ভারতকে গালাগালি দিছিলো আর ধার্মিক ধর্মান্ধ এর নেশায় ষড়যন্ত্রে নেমেছিল
মামলাটি বিহারের পশ্চিমি চপারণ জেলার যেখানে পুলিশ সাদ্দাম কুরেসিকে গ্রেপ্তার করেছে। এটিকে এবার কোর্টও বিচারসংক্রান্ত হেফাজতে পাঠিয়ে দিয়েছে। সাদ্দাম কুরেশির বিরুদ্ধে অনেক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরা না শুধু ভারতকে গালাগালি দেওয়ার দোকান চালাচ্ছিল বরং হিন্দুদের শেষ করে দেওয়ার কথাও বলছিল।
এর আগে বিহার এবং দেশের অন্য রাজ্য থেকেও এরকম ধার্মিক ধর্মান্ধদের ধরা হয়েছে। এই দেশে আজ যা সমস্যা আছে তার বেশিরভাগ কট্টরপন্থী ও উন্মাদীদের উৎপাতের জন্য। যারা ধার্মিক হিসাবে দেশের ভাগাভাগি হওয়ার পরও দেশে কোটি কোটি ধার্মিক ধর্মানদের দেশে রেখে দিয়েছে যাতে তারা ভবিষ্যতে ভারতকে বরবাদ করার কাজ করতে থাকে আর আজ সেটি হচ্ছে। সাদ্দাম কুরেশির মতো ধার্মিক ধর্মান্ধ তো মাত্র একটি উদাহরণ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31eNgcZ
Bengali News