সংসদে তিন তালাক বিল পাশ হওয়ার পর দেশের অনেক মুসলিম নেতাই এটা নিয়ে বিক্ষোভ জাহির করেন। মুসলিম সংগঠন গুলোর তরফ থেকে বিক্ষোভের মধ্যে পশিমবঙ্গের মন্ত্রী তথা জমিয়ত-উলেমা-এ-হিন্দ (jamiat-ulema-e-hind) এর রাজ্য সভাপতি সিদিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) তিন তালাক আইন নিয়ে বিক্ষোভ জাহির করে এটাকে ইসলামের উপর হামলা বলে আখ্যা দেন। উনি বলেন, এটা খুব দুঃখের কথা, এটা ইসলামের উপর সরাসরি হামলা। আমরা এটাকে স্বীকার করছি না। যখন কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে, তখন আমরা আগামী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব।
Siddiqullah Chowdhury, West Bengal Minister & President of Jamiat Ulema-e-Hind's West Bengal Unit on #TripleTalaqBill: It is a matter of grief, it is an attack on Islam. We will no accept it. When there will be central committee meeting, we'll decide on further course of action. pic.twitter.com/KctYffBJ5j
— ANI (@ANI) August 1, 2019
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর মঞ্জুরির পর তিন তালাক একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হবে। সরকার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ না হলে, এই বিল ৮৪ঃ৯৯ অনুপাতে রাজ্যসভা থেকে পাশ করিয়ে নেয়। এই বিল পেশের সময় জেডিইউ, আন্নাদ্রমুক, বহুজন সমাজ পার্টি, টিআরএস আর তৃণমূল কংগ্রেসের মতো দল গুলো সংসদ থেকে ওয়াক আউট করে দেয়। এর আগে ২০১৪ সালে মোদী সরকারের প্রথম কার্যকালে তিন তালাক বিল লোকসভায় তিন বার পাশ হয়েছিল, কিন্তু রাজ্যসভা থেকে বারবার এই বিল মুখ থুবড়ে পড়ে। অবশেষে মোদী ২.০ এ এই বিল মঙ্গলবার রাজ্যসভা থেকে পাশ হয়ে যায়।
একদিকে মুসলিম মহিলারা এই বিল পাশ হওয়ার পর উৎসব পালন করছেন, তখন আরেকদিকে অনেক মুসলিম সংগঠন এই বিলের বিরোধিতা করছে। মুসলিম সংগঠনের নেতারা এই বিলকে ইসলামের উপর হামলা বলে আখ্যা দেন। আর এরপর মমতা সরকারের মন্ত্রীর এই বিতর্কিত বয়ান সামনে আসে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2SZCjsF
Bengali News