প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা কেরলের ওয়ানাড থেকে সাংসদ রাহুল রাহুল গান্ধী পাকিস্তান দ্বারা কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে দায়ের করা আবেদনে ওনার ট্যুইট এবং বয়ানের উল্লেখ করাতে প্রতিক্রিয়া দেন। উনি বুধবার ট্যুইট করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। উনি লেখেন, ‘আমি এই সরকারের অনেক ইস্যু নিয়েই অসহমত। কিন্তু, আমি এটা পরিস্কার জানিয়ে দিতে চাইছি যে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু আর এই ইস্যুতে পাকিস্তান কিম্বা অন্য কোন দেশের হস্তক্ষেপের কোন অধিকার নেই।”
There is violence in Jammu & Kashmir. There is violence because it is instigated and supported by Pakistan which is known to be the prime supporter of terrorism across the world.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2019
উনি আরও লেখেন, ‘জম্মু কাশ্মীরে অশান্তি ছড়িয়েছে। আর এর প্রধান কারণ হল, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীরা জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করছে।” আরেকদিকে রাহুল গান্ধীর বয়ানে কংগ্রেস সাফাই দেওয়া শুরু করে। কংগ্রেসের মুখপাত্র রনদিপ সুরজেওয়ালা বলেন, ‘ নিজদের মিথ্যে কে সত্য প্রমাণিত করার জন্য পাকিস্তান রাহুল গান্ধীর নামের অপব্যাবহার করছে।”
কংগ্রেসের মুখপাত্র রনদিপ সুরজেওয়ালা বলেন, পাকিস্তানের তরফ থেকে রাহুল গান্ধীর ব্যাপারে ভুল সূচনা দেওয়া হয়েছে। বিশ্বে কারোর কাছে অজানা নেই যে, জম্মু কাশ্মীর আর লাদাখ ভারতের অভিন্ন অংশ ছিল আছে আর থাকবেও। পাকিস্তান যাই করুক না কেন, সত্য কখনো বদলাবে না।
পাকিস্তান মঙ্গলবার কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে চিঠি লিখে নালিশ জানায়। ওই চিঠিতে রাহুল গান্ধীর বয়ানের উল্লেখ করেছে পাকিস্তান। ওই চিঠিতে পাকিস্তান ভারতের উপর কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন আর অশান্তি ছড়ানোর গুরুতর অভিযোগ তুলেছে। পাকিস্তান ওই চিঠিতে লিখেছে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও এটা স্বীকার করেছে যে, ‘কাশ্মীরে মানুষ মরছে, আর সেখানে পরিস্থিতি স্বাভাবিক নেই।” রাহুল গান্ধী ছাড়া ওই চিঠিতে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ আর মেহবুবা মুফতির নামও উল্লেখ করেছে পাকিস্তান।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2L2rQKW
Bengali News