-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জম্মু-কাশ্মীর থেকে ধারা 370 উঠে যাওয়ায় ভারতীয়রা পাবে এইসব বিশেষ সুযোগ সুবিধা।

- August 05, 2019

আজ সকালে সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জম্মু-কাশ্মীর থেকে ধারা 370 বিলুপ্ত করার ঘোষণা করে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় যে সুপারিশ দেন তার উপর রাষ্ট্রপতির হস্তাক্ষরও সম্পন্ন হয়েছে। 370/35A বিলুপ্ত করার ফলে ভারতের জনগণ কিভাবে লাভবান হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। জানিয়ে দি, স্বাধীনতা পর ১৯৪৯ সালে নেহেরু ও শেখ আব্দুল্লাহর মধ্যে বোঝাপড়া হয়। সিধান্ত নেওয়া হয়, যে সংবিধানে ৩৭০ ধারা যুক্ত রাখতে হবে যেটা জম্মু-কাশ্মীরে লাগু করা হবে। সেই অনুযায়ী সুরক্ষা, বিদেশমন্ত্রণালয় ও যোগাযোগ ব্যবস্থা কেন্দ্র দেখাশোনা করবে। বাকি সবকিছুই রাজ্যের হাতে থাকবে।

৩৭০ লাগু থাকার অর্থ ভারত ও জম্মু-কাশ্মীরের সংবিধান আলাদা হবে। শুধু এই নয়, J&K এর লোকজন ভারতের অন্য রাজ্যে জায়গা কিনতে পারলেও অন্য রাজ্যের লোকজন J&K তে জায়গা কিনতে পারতো না। ধারা 370 থাকার জন্য জম্মু-কাশ্মীর যে বিশেষ নিয়ম লাগু হতো-
১)বাসিন্দাদের দুটি নাগরিকত্ব, রাষ্ট্রীয় পতাকা আলাদা,
২)বিধানসভার কার্যকাল ৬ বছর,
৩)ভারতের কোন আইন কানুন জম্মু-কাশ্মীরে লাগু হতো না
৪) ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ জম্মু-কাশ্মীরে প্রযোজ্য হতো না।
৫) কাশ্মীরে হিন্দু ও শিখরা ১৬% সংরক্ষণ পেত না।
৬)মহিলাদের ওপর শরীয়ত আইন লাগু হতো
৭)J&K এর কোনো মেয়ে অন্য রাজ্যের মেয়েকে বিয়ে করলে ওই মহিলার জম্মু-কাশ্মীরের নাগরিত্ব  ও সম্পত্তির উপর অধিকার সমাপ্ত  হয়ে যেত।

এই ধারার জন্য বহু হিন্দু নাগরিকত্ব থেকে বঞ্চিত রয়েছে। বিশেষ ক্ষমতার উপর ভিত্তি করেই কাশ্মীরকে সম্পূর্ণ হিন্দু করা হয়েছে। তবে এখন ধারা 370 বিলুপ্ত করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। ফল স্বরূপ এবার থেকে ভারতের অন্য রাজ্যের লোকজন জম্মু-কাশ্মীরে জায়গা কিনতে পারবে। একই সাথে বাকি নিয়মগুলোও ভঙ্গ হবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KsOZ7A
Bengali News
 

Start typing and press Enter to search