৫ আগস্ট মোদী সরকার J&K থেকে ধারা 370 সমাপ্ত করে দিয়েছে তার পরেই ইসলামিক আতঙ্কবাদী দেশ পাকিস্তান ক্ষেপে আছে আর লাগাতার ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে। কাশ্মীরের কট্টর পন্থীরাও ক্ষেপে আছে, কারণ এই ধারা সরিয়ে নেওয়ার ফলে কাশ্মীর কয়েকটি বিশেষ অধিকার পেত যার কারণে সেনারাও মন খুলে সন্ত্রাসবাদকে দমন করতে পারত না, এছাড়া অন্য রাজ্য দিয়ে কেউ এখানে জমি কিনতে পারত না। কিন্তু এখন 370 তুলে দেওয়ায় যেই সব হিন্দুদের তাড়ানো হয়েছিল তারাও কাশ্মীরে চলে আসতে পারবে আর সেনারাও মন খুলে আতঙ্কবাদকে শেষ করতে পারবে। যেটা পাকিস্তান ও কট্টরপন্থীদের জন্য ভালো খবর নয়।
এক দিকে পাকিস্তানের মিডিয়া আর অন্যদিকে পাকিস্থানের সেনা ভারতকে হুমকি দেওয়ার কাজ করছে আর পাকিস্থানের সন্ত্রাসবাদী খোলাখুলি ভাবে ভারতকে হুমকি দেওয়ার ভিডিও জারি করেছে। একটা এরকমই ভিডিও পাকিস্থানের কুখ্যাত মিলিটারি এক্সপার্ট ও কট্টরপন্থী জৈদ হামিদ জারি করেছে যার মধ্যে পাকিস্থানের এক সন্ত্রাসীকে দেখা যাচ্ছে।
পাকিস্থানের সন্ত্রাসী কোথাও ২টি রাইফেলের সাথে দাঁড়িয়ে ও ভারতকে হুমকি দিচ্ছে, কিছু এর সাথেই আছে যারা হ্যাঁ তে হ্যাঁ মেলাচ্ছে। এই ইসলামিক সন্ত্রাসী ভারতকে হুমকি দিচ্ছে- ‘যেই আমরা আদেশ পাবো সকালের নামাজের আগে দিল্লীতে আমরা পাকিস্থানের পতাকা টাঙিয়ে দেব।’
দেখুন এই পাকিস্তানি আতঙ্কবাদীদের হুমকি-
Thanks Modi for liberating Pakistan from useless UNSC RESOLUTIONS, SIMLA ACCORD and LAHORE DECLARATION all in one go. We are back to square one just before NEHRU begged UNSC for ceasefire. Its no more LOC but an active war zone as in early 1948. Thank you! pic.twitter.com/abB4RwamwX
— Zaid Hamid (@ZaidZamanHamid) August 7, 2019
এর দাবি হলো এখন এখানে সন্ধ্যে হয়েছে যদি আমরা এখন আদেশ পেয়ে যাই তবে সকালের নামাজের আগে ভারতের উপর কব্জা করে নেব ও ভারতের রাজধানী দিল্লীতে পাকিস্থানের পতাকা ফেলিয়ে দেব, এই সন্ত্রাসীরা ইসলামিক স্লোগানও দিতে দেখা যাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KBpgtA
Bengali News