পাকিস্তান আজ জম্মু কাশ্মীরে ভারত সরকারের সিদ্ধান্ত অর্থাৎ 370 কে অপসারণ নিয়ে একটি হাই লেভেল মিটিং করেছিল। এই মিটিংয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে পাকিস্থানের সব মন্ত্রীরা ও সেনার অধিকারীরা অংশগ্রহণ করে। পাকিস্থানের হাই লেভেল মিটিং এবার শেষ হয়ে গেছে আর এখন এই মিটিংয়ের পর পাকিস্তানের সব আধিকারিক রূপে ঘোষণা করেছে যে তারা ভারতের সাথে হওয়া তাদের সব ব্যাবসাকে সাসপেন্ড করছে।
আজ পাকিস্তান ভারতের সাথে তাদের সব ব্যাবসায়িক সম্পর্ক ভাঙার ঘোষণা করে দিয়েছে, যদিও পাকিস্তান এটি পার্মানেন্ট ভাবে করেনি, শুধু সাসপেন্ড করেছে। পাকিস্তান ভারতের সাথে আর কোনো ব্যাবসায়িক সম্পর্ক রাখবে না। পাকিস্তান এমনভাবে মিটিংয়ের আয়োজন করেছিল যাতে পাকিস্তানের জনগণকে খুশি করা যায়। আসলে পাকিস্তানের রাজনীতি কাশ্মীর ইস্যুর উপর ভিত্তি করে চলে। ভারতে যেমন নানা ইস্যুর ভিত্তিরে মত প্রদান করে, তেমনি পাকিস্তানে কাশ্মীর ইস্যুতে ভোটদান হয়।
এখন ভারত কাশ্মীরের উপর সিধান্ত নিয়ে পাকিস্তানকে বড়ো ঝটকা দিয়ে দিয়েছে। ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে যে, POK কেও পূর্নদখল করা হবে। এই কারণে পাকিস্তানে সরকারে থাকা নেতা নেত্রীরা অনেক চাপে পড়ে গেছেন। পাক জনগণের মনকে সান্তনা দেওয়ার জন্য মিটিং ডাকা হয়েছিল। এই মিটিং এ ঠিক করা হয়েছে যে, ভারতের সাথে তারা ব্যাবসা করবে না। জানিয়ে দি, বিশেষজ্ঞদের মতো পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে নিজের পায়ে নিজেই কুলুড় মেরেছে।
এটা স্বাভাবিক আমাদের প্রতিবেশী দেশ অনুচ্ছেদ 370 কে নিয়ে করা ঘোষণা একদমই হজম হয়নি। পাকিস্তান যে পাগল হয়ে আছে তা তাদের নেতাদের মন্তব্যে ভালোভাবে প্রকাশ পাচ্ছে। এই সিদ্ধান্তে পাকিস্থানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ খুরেশি বলেন ” ভারত সরকার দ্বারা জম্মু কাশ্মীর নিয়ে করা ঘোষণার আমরা কড়া শব্দে নিন্দা করি, ভারতের এই সিদ্ধান্তটি ভুল এবং পাকিস্তান এই বিষয়টিকে আমেরিকি প্রতিনীতি মন্ডল ও আন্তঃরাষ্ট্রীয় সম্প্রদায়ের সামনে জোর-যার ভাবে তুলবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MKk1uA
Bengali News