আজ দিল্লী পুলিশ বড়ো কর্মকান্ড সম্পন্ন করেছে এবং দেশকে বড়ো ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছে। দিল্লী পুলিশ জম্মু-কাশ্মীর রাজ্যের এক কট্টরপন্থীকে গ্রেফতার করেছে, যে আতঙ্ককবাদী কার্যকলাপ করার জন্য ষড়যন্ত্র করছিল। এই আতঙ্কবাদী দেশের সুরক্ষাবাহিনী ও সাধারণ জনগণকে টার্গেট করে আতঙ্ক ছড়াতে চেয়েছিল। দিল্লী পুলিশ যে আতঙ্কবাদীকে গ্রেফতার করেছে তার নাম মহম্মদ বসির আহমেদ। এই ব্যাক্তি জইস-এ-মহম্মদ নামের আতঙ্কবাদী সংগঠনের সাথে যুক্ত ছিল।
জানিয়ে দি, দিল্লী পুলিশ অনেকদিন থেকেই এই কট্টরপন্থীর খোঁজে ছিল। আজ শ্রীনগর থেকে এই কট্টরপন্থীকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাক্তির উপর ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও ছিল। মহম্মদ বসির আহমেদ মূলত কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরের সোপর এলাকায় এই আতঙ্কবাদী বাস করতো। ২০০৭ সাল থেকে এই আতঙ্কবাদী পলাতক ছিল এবং পুলিশ এর খোঁজ চালাচ্ছিল।
Delhi Police Special Cell has arrested JeM terrorist Basir Ahmad from Jammu & Kashmir's Srinagar. Police has announced a reward of Rs 2 lakh on his arrest. pic.twitter.com/IFbaJaGnew
— ANI (@ANI) July 16, 2019
পলিশের স্পেশাল টিম এই আতঙ্কবাদীকে জিজ্ঞাসাবাদ চালাবে এবং গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করবে। আতঙ্কবাদী দেশের কোন কোন স্থানে ব্লাস্ট করার পরিকল্পনা করেছিল, এই সাথে আর কে কে জড়িত রয়েছে তা পুলিশ জানার প্রয়াস করবে। একই সাথে মহম্মদ বসির আহমেদ কোথায় কোথায় শরণ নিয়েছিল তাও জিজ্ঞাসাবাদ করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2lMd14U
Bengali News