-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের ছেলে হর্ষকে, মন্দিরে বিয়ে করে সনাতন হিন্দু ধর্মকে আপন করে নিল স্পেনের ভেরোনিকা।

- July 16, 2019


আমির খান, নাসিরউদ্দিনের মতো লোকজন ভারতকে অসহিষ্ণু বলে দাবি করে। কিছুজন তো এমনও রয়েছে যারা দেশের সংখ্যাবহুল হিন্দু সমাজকে ছোটো করার জন্য ভরপুর প্রয়াস করে। কিন্তু স্পেনের বাসিন্দা ওয়ালি ভেরোনিকা ভারতীয় সমাজকে আপন করে নেওয়ার জন্য ভারতের ছেলেকে বিয়ে করেছেন। ওয়ালি ভেরোনিকা সুদূর ইউরোপ ছেড়ে ভারতের হর্ষকে বিয়ে করে সনাতন ধর্মকে আপন করে নিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে দুজনের মধ্যে আলাপ হয়েছিল। অন্য দিকে হর্ষ ভগত ব্যাবসার সূত্রে বিদেশে যাতায়াত করতো, এই কারণ দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয়ে উঠে।

ভেরোনিকাও হর্ষের সাথে দেখা করার জন্য বেশকিছু বার ভারতে এসেছে। তবে এবার ভেরোনিকা ভারতের সনাতন সংস্কৃতিকে আপন করে নিয়ে মন্দিরে বিয়ে সম্পন্ন করে। হর্ষ আসানসোলের কুলটির ছেলে সেই সূত্রে মা ঘাঘড় বুড়ি মন্দিরে সেই বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে দেখার জন্য মন্দিরে প্রচুর লোকজন উপস্থিত হয়েছিল। লাল শাড়ি পড়ে হিন্দু মতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভেরোনিকা।

বিয়ে সম্পন্ন করার পর পূজারী শানু চক্রবর্তী বলেন এই ধরনের বিয়ে আমি প্রথম দিলাম। বিয়ের সময় কন্যাদান করেন হর্ষের এক বন্ধু সাঙ্কি সিং। বিয়ের পর বিদেশি বউকে নিয়ে কুলটি পৌঁছে যান হর্ষের পরিবার। হিন্দু ধর্মমতে বিয়ে সম্পন্ন করে ভারতীয় সনাতন সংস্কৃতিকে আপন করতে পেরে খুশি ব্যাক্ত করেছেন ভেরোনিকা। আসানসোলের মা ঘাঘরবুড়ি মন্দিরে আন্তর্জাতিক পাত্র পাত্রীর এই বিয়ের সাক্ষী থাকলেন বহু মানুষ।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32v2Xhz
Bengali News
 

Start typing and press Enter to search