-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

উত্তরপ্রদেশে কোনো সাংসদের আত্মীয় পাবে না নির্বাচনের টিকিট: সিদ্ধান্ত বিজেপির।

- July 02, 2019


লোকসভায় দারুন জিত প্রাপ্ত করার পর এবার বিজেপি (Bharatiya Janata Party) উত্তর প্রদেশে হওয়া উপ-নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। পার্টির জিতের জন্য বিজেপি কৌশল তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেই সূত্রে পার্টি উপ-নির্বাচনের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। খবর অনুযায়ী বিজেপি এইবার নতুন কর্মকর্তাদের টিকিট দেওয়ার মুডে আছে। তাই পার্টি এই উপ-নির্বাচনে জেতা সাংসদের ছেলে-মেয়ে বা আত্মীয়দের টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ এবার উপ-নির্বাচনে সব সিটে নতুন কর্মকর্তাদের টিকিট দেওয়া হতে পারে।

কদিন আগেই বিজেপি কৌর গ্রূপের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানিয়ে দি, ইউপিতে মোট ১২টি সিটে উপ-নির্বাচন হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, সংসদ হওয়ার পর খালি হওয়া আসনে বিজেপির অনেক সাংসদরা নিজের পরিজনদের নিয়ে আসার প্রস্তুতিতে ছিলেন। অর্থাৎ নিজেদের স্বার্থের জন্য বিজেপির কিছু সাংসদ পার্টিকে ব্যাবহার করতে চেয়েছিল। পার্টি এটি বুঝতে পেরে এটি পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে কোনো জেতা সাংসদের আত্মীয়দের টিকিট দেওয়া হবে না। পার্টির এই সিদ্ধান্ত এইসব স্বার্থলোভী লোকেদের পরিকল্পনায় জল ফেলে দিয়েছে

ভারতীয় জনতা পার্টি, UP এর সব সিটের সাথে সাথে রামপুর বিধানসভা সিটের উপর অনেক জোর লাগাছে। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ড: দীনেশ শর্মাকে রামপুর বিধানসভা সিটের চার্জে রাখা হয়েছে। ইউপিতে ১২টি বিধানসভা সিটের উপ-নির্বাচনের জন্য বিজেপি ১১টি সিটে যেখানে    একটি করে মন্ত্রী লাগিয়েছেন, সেখানে হেরে যাওয়া সিট জালাল পুর জেতার জন্য দুটি মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে।  তবে উত্তরপ্রদেশের সাথে সাথে বাকি রাজ্যেও এমন নিয়ম লাগু করা হয় কিনা সেটাই দেখার।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XnRq4L
Bengali News
 

Start typing and press Enter to search