৩০ জুন রাতে পুরাতন দিল্লীর চাবরি বাজার এলাকায় একটি স্কুটার পার্কিং এর জন্য হওয়া ঝগড়া সাম্প্রদায়িক চেহারা নিয়েছিল । বিতর্ক বেড়ে যাওয়ার পর সেখানকার কট্টরপন্থী মুসলিমেরা এলাকার একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালায়। এই ঘটনার পর সোমবার গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল্লা হু আকবর বলে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গোটা এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার রাতে মহম্মদ নামের এক যুবকের স্কুটার পার্কিং নিয়ে এই বিবাদের শুরু হয়। মোহম্মদ সঞ্জিব গুপ্তা নামের একজনের বাড়ির বাইরে স্কুটার পার্ক করেছিল। সঞ্জিব তাঁর বাড়ির সামনে স্কুটার পার্ক করার আপত্তি জানালে, মোহম্মদ তখন সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পড়ে মোহম্মদ একদল লোক নিয়ে এসে সেখানে মারপিট করে আর ভাঙচুর শুরু করে দেয়।
উত্তেজনা বেড়ে যাওয়ার পর স্থানীয় মানুষ পুলিশে ফোন করে। এরপর ঘটনা স্থলে পুলিশ এসে মোহম্মদ আর সঞ্জিব গুপ্তাকে গ্রেফতার করে নিয়ে যায়। মোহম্মদকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরই কিছু অজ্ঞাত পরিচয় ব্যাক্তি এলাকার একটি হিন্দু মন্দিরে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে দেয়।
After some altercation &scuffle over a parking issue in Hauz Qazi, tension arose b/w two groups of people from different communities.We have taken legal action & all efforts are being made to pacify feelings &bring about amity. People are requested to help in restoring normalcy.
— DCP Central Delhi (@DCPCentralDelhi) July 1, 2019
রবিবার রাতে এই ঘটনা ঘটার পর সোমবার সকালে ওই মন্দিরে অনেক ক্ষয়ক্ষতি সামনে আসে। মন্দিরে থাকা ভগবানের মূর্তি, মন্দিরের দরজা সব ভেঙে তছনছ করে দিয়ে যায় ওই অজ্ঞাত পরিচয় মানুষেরা। এলাকায় শান্তি ফেরানোর জন্য এবং সবার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাকে নিয়ে বামপন্থী প্রভাবিত মিডিয়ায় সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে। তবে কিছু মিডিয়া হাউস ঘটনার গ্রাউন্ড রিপোর্টিং করেছে।
এখন মুসলিম সম্প্রদায়ের এক ধর্মগুরু ঘটনার উপর বিবৃতি দিয়ে এটাকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছে। মন্দিরে ভাঙচুর চালানো এবং হিন্দুদের উপর আক্রমণকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছে দিল্লীতে ফতেপুরী মসজিদের ইমাম মুফতি মুকরাম। উনি বলেছেন এগুলো সব ছোটো ঘটনা এবং উনার সম্প্রদায় খুবই শান্তিপ্রিয়। এই ঘটনা নিয়ে বেশি উত্তেজনা ছড়ানো বা রাজনীতি করা ঠিক নয়।
পুলিশের ডেপুটি কমিশনার মন্দিপ সিং রন্ধাবা টুইট করে লেখেন, ‘হৌজ কাজি এলাকায় পার্কিং নিয়ে হওয়া ঝগড়া সাম্প্রদায়িক চেহারা নিয়ে নেয়। আমরা এই হিংসা থামানোর জন্য উচিত পদক্ষেপ নিই, আর এলাকায় শান্তি স্থাপন করার চেষ্টা চালাই। সবাইকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XnNb9l
Bengali News