কলকাতার পর দিল্লীর হজ কৌজি এলাকায় রাস্তার মধ্যে হনুমান চালিশার পাঠ করলো হাজার হাজার হিন্দুরা। হিন্দু রক্ষা দলের হাজার হাজার কর্মীরা মন্দিরের সামনে গিয়ে এই কাজ করেন। হিন্দু রক্ষা দলের কর্মীরা প্রথমে ‘জয় শ্রী রাম” আর হর হর মহাদেব এর ধ্বনি দেন। আর তারপর রাস্তার মধ্যে বসে হনুমান চালিশা পাঠ করেন। হনুমান চালিশা পাঠের পর হিন্দু রক্ষা দলের সমস্ত কর্মীরা শ্রী রাম আর মহাদেবের ধ্বনি দেন। এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ ওই এলাকা থেকে সবাইকে সরিয়ে দেয়।
এলাকায় শান্তি বজায় রাখার জন্য দিল্লী পুলিশের বড় বড় আধিকারিকেরা গোটা দিন এলাকায় উপস্থিত ছিলেন। আর তাঁরা দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানান এবং একটি প্রেস কনফারেন্সও করেন। দিল্লী পুলিশ দুই পক্ষকে নিয়ে একটি কমিটিও গঠন করে। আরেকদিকে মন্দির ভাঙার পর মুসলিমদের তরফ থেকে কমিটির মেম্বার জামশেদ সিদ্দিকি বলেন, ‘পুলিশ যেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেয়। আর মুসলিম সম্প্রদায় এই মন্দির আবার বানানোর জন্য সাহায্য করবে।” তিনি বলেন, ‘কাল থেকেই মন্দিরে পূজার্চনা শুরু করা হবে, দুই পক্ষই এলাকায় শান্তি বজায় রাখার জন্য হাত বাড়িয়ে দেবে। এবং কাল থেকে বাজার ও খুলে দেওয়া হবে।”
এলাকাবাসীদের সুরক্ষার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। আরেকদিকে ডিসিপি এম.এস রন্ধবা বলেন, ‘শান্তি কমিটির সাথে মিটিং এর পর এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এলাকার সুরক্ষাও বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সময় সময়ে গোটা এলাকার পরিদর্শন ও করা হচ্ছে।”
আরেকদিকে স্থানীয় সাংসদ ডঃ হর্ষবর্ধন এলাকার পরিদর্শনে যান। উনি সবার কাছে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করেন। স্থানীয় মানুষ জানান, রবিবার রাতে এলাকায় পার্কিং নিয়ে ঝামেলার পর মঙ্গলবার সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকে। পুলিশ জানায়, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গোটা এলাকায় ড্রোন দিয়ে নজর রাখছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/309xBLd
Bengali News