আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল আর দাউদ ইব্রাহিম এর বিরুদ্ধে তদন্ত করা মুম্বাই পুলিশ বড়সড় সফলতা অর্জন করলো। শোনা যাচ্ছে যে, ছোটা শাকিল এর খুবই কাছের মানুষ আফরোজ ওরফে আহমেদ রাজাকে গ্রেফতার করলো পুলিশ।
মুম্বাই পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক জানান, আহমেদ রাজা ছোটা শাকিলের খুবই কাছে সহযোগী। পুলিশ জানায়, আহমেদ রাজা ছোটা শাকিল এর হয়ে হাবালার মাধ্যমে লেনদেন করত। আহমেদ রাজাকে গ্রেফতার করার জন্য প্রথমে লুক আউট সার্কুলার নোটিশ জারি করা হয়েছিল। আর ওই নোটিশের জেরে আহমেদ রাজা-কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আধিকারিক জানান যে আহমেদ রাজা দেশের বাইরে ছিল। পুলিশ তাঁকে গ্রেফতার করার জন্য জাল বিস্তৃত করে রেখেছিল। মঙ্গলবার সে যেই বিমানবন্দরে অবতরণ করে, তখনই তাঁকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ আধিকারিক এর অনুযায়ী, আহমেদ রাজা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম আর ছোটা শাকিলের কথা মতো হাবালার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করত। আধিকারিকরা জানান, রাজা আহমেদের সম্পর্ক সোজাসুজি দাউদ ইব্রাহিমের খুবই কাছের সহযোগি ফাহিম মচমচ-এর সাথে প্রায় রোজই হত।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GeWCNG
Bengali News