পশ্চিমবঙ্গে হিংসা থামার নামই নিচ্ছে না। কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাট লোকসভা অন্তর্গত সন্দেশখালি। সেখানে পতাকা লাগানো কে কেন্দ্র করে চার বিজেপি কর্মীকে খুন করা শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানারকম হিংসার খবর উঠে আসছিল। এছাড়াও রাজ্যে জয় শ্রী রাম ধ্বনি নিয়ে তো বিতর্ক রয়েছেই।
এখনো পর্যন্ত এরাজ্যে ‘জয় শ্রী রাম” বলায় খুন হতে হয়েছে ১০ জনকে। প্রতিটি হত্যার পিছনে তৃণমূলের যোগ আছে বলে জানিয়েছে বিজেপির নেতারা। এরকমই আরেকটি ঘটনা ঘটে গেলো এরাজ্যে। এবার জয় শ্রী রাম বলায় মব লিঞ্চিং এর শিকার হলেন বছর তিরিশ এর এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ফকিরতলা মোড়ে।
সেখানকার বছর তিরিশের যুবক কৃষ্ণ দেবনাথকে শুধুমাত্র জয় শ্রী রাম বলার অপরাধে পিটিয়ে খুন করা হয়। শুধু কৃষ্ণ দেবনাথই না, শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা থেকেও এরকম এক খবর পাওয়া যায়। সেখানে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত।
জয় শ্রী রাম বলায় তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত বেধড়ক মারধর করে, এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয় বলে জানা যায়। এই ঘটনার পর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Xv8lCB
Bengali News