আজ কংগ্রেসের বিধায়ক বিধানসভা অধ্যক্ষ কে.আর রমেশ কুমারের সাথে দেখা করতে গেছিলেন। কিন্তু ওনার সাথে দেখা না হওয়ায় সব বিধায়ক রাজভবনে যান। যদিও মাঝে সাঝে পরিস্থিতিতে বদল আসে, আর কিছু বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সমর্থনে দাঁড়ান।
বিধানসভা স্পীকার রমেশ কুমার বলেন, ‘আমি বাড়ি গেছিলাম, এর জন্য অফিসে বলে দিয়েছিলাম যে, বিধায়কের ইস্তফা পত্র যেন অফিসে জমা নেওয়া হয়। কাল রবিবার, এরজন্য এই মামলা সোমবার দেখা হবে।”
সংবাদ সংস্থা এএনআই এর অনুযায়ী, JDS এর বিধায়ক বি.সি পাতিল, এইচ বিশ্বনাথ, নারায়ণ গৌড়া, শিবরাম হেব্বর, মহেশ কুমাথলি, গোপালৈয়া, রমেশ জরকিহোলি আর প্রতাপ গৌড়া পাতিল স্পীকারের অফিসে সেক্রেটারিকে ইস্তফা দেন।
কংগ্রেসের বিধায়ক রামালিঙ্গা রেড্ডি বলেন, ‘আমি এখানে ইস্তফা দিতে এসেছি। আমি আমার মেয়ে ( কংগ্রেস বিধায়ক সৌম্যা রেড্ডি) এর ব্যাপারে জানিনা। সে একজন স্বতন্ত্র মহিলা। আমি দলের অথবা দলের হাই কম্যান্ড এর উপরে কোন অভিযোগ আনতে চাইনা। আমার ভাবনা এটাই যে, কিছু কিছু যায়গায় আমাকে এড়িয়ে চলা হচ্ছে। আর এর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LBcqxE
Bengali News