ভারতের( India) কংগ্রেস পার্টির সভাপতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং চেয়ার পারসন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) শুক্রবারদিন চীনি প্রতিনিধি মন্ডলের সাথে বৈঠক করেন। এই বৈঠক সোনিয়া গান্ধীর বাড়ি দশজনপথে হয়েছে। প্রথমত জানিয়ে দি, সোনিয়া গান্ধী ভারত সরকারের কোনো পদে নেই। তাই দেশ সংক্রান্ত কোনো আলোচনা করার ক্ষমতা উনার নেই। তবে সোনিয়া গান্ধী চীনের প্রতিনিধি মন্ডলের সাথে কি আলোচনা করেছে তার এক চাঞ্চল্যকর রিপোর্টে সামনে চলে এসেছে। কংগ্রেস ও চীনের মধ্যে কি বার্তা হয়েছে তা সার্বজনীক করা না হলেও বৈঠকে কি চর্চা করা হয়েছে তার উপর অনুমান লাগানো শুরু হয়ে গেছে।
বলা হচ্ছে চীন ভারতে যে ব্যাবসা করে তার উপর সাংসদে কংগ্রেস যেন কোনো প্রশ্ন না তোলে। একই সাথে ভারতের নীতির পরিবর্তে কংগ্রেস যেন চীনের নীতির সমর্থন করে সেই বিষয়ের বৈঠকে আলোচনা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে ভারত ও চীনের সীমান্তে যে বিবাদ রয়েছে সেই ইস্যুতে চীনের প্রতিনিধি মন্ডল কংগ্রেসের সমর্থন চেয়েছে। ডক্টর গৌরব প্রধান ইঙ্গিত করেছেন, চীনের সাথে বৈঠক করে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে কংগ্রেস। বৈঠকে সুনিশ্চিত করা হয়েছে , কংগ্রেস সমস্থ ক্ষেত্রে চীনের সমর্থন করবে এমনটাই দাবি গৌরব প্রধানের।
ছত্রিশগড়ে সোনিয়া গান্ধীর নেতৃত্বে যে মাওবাদী রয়েছে সেখানে চীন ফান্ডিং বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কংগ্রেসের সাথে চীনের বৈঠক এই প্রথম নয়। এর আগেও যখন ডোকালাম বিবাদ নিয়ে দেশ উত্তপ্ত ছিল তখন রাহুল গান্ধী চীনে গিয়ে গোপন বৈঠক করেছিলেন। ভারতের জনগণকে কোনো খবর না দিয়েই চীনের রাজদূতের সাথে বৈঠক করেছিলেন। সেই সময়েও কংগ্রেস বৈঠককে গোপন রাখার চেষ্টা করেছিল।
কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে সব তথ্য সামনে চলে এসেছিল। ওই সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও রবার্ট ভাদ্রার সাথে চীনের রাজদূতের ছবিও প্রকাশ্যে চলে এসেছিল। তবে টাকা খেয়ে খবর পরিবেশন করা মিডিয়া কোনো দিনই দেশের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ খোলে না। সরকারে না থাকা সত্ত্বেও কেন সোনিয়া রাহুল চীনের সাথে বৈঠক করছে সেই বিষয়ে কেউ প্ৰশ্ন তোলেন, বৈঠক হলেও কি ইস্যুতে বৈঠক করা হচ্ছে তাও কোনো সংবাদ মাধ্যম জানার ইচ্ছা প্রকাশ করেনি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XvQW8C
Bengali News