রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় পৌঁছান। সেখানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল ভিক্রেমেনসিংহ ওনাকে বিমানবন্দরে স্বাগত জানান। পিএম মোদী এরপর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অ্যান্থনি চার্চে পৌঁছান। সেখানে উনি ইস্টারের সময় জঙ্গি হামলায় নিহত ব্যাক্তিদের শ্রদ্ধাঞ্জলি দেন। সেখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনাও উপস্থিত ছিলেন। ইস্টারে জঙ্গি হামালর পর নরেন্দ্র মোদীই প্রথম বিশ্বনেতা হিসেবে শ্রীলঙ্কা সফরে যান। শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের পবিত্র উৎসব ইস্টারে হওয়া জঙ্গি হামলায় ২৫০ জন মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ১১ জন ভারতীয় ছিলেন।
আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী মোদীর শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত সফরে গেছেন। সেখানে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনার সাথে কথাবার্তা বলবেন। এরপর শ্রীলঙ্কার বিরোধী নেতা মাহিন্দা রাজাপক্ষ আর তামিল রাষ্ট্রীয় জোটের নেতাদের সাথে দেখা করবেন। প্রধানমন্ত্রী মোদীর এই নিয়ে এটা তৃতীয় শিলঙ্কা সফর। এর আগে উনি ২০১৫ আর ২০১৭ তে শ্রীলঙ্কা সফরে গেছিলেন।
প্রধানমন্ত্রী মোদী শুক্রবার বলেছিলেন, শনিবার থেকে শুরু ওনার মালদ্বীপ আর শ্রীলঙ্কা সফর ‘প্রতেবেশি প্রথম” নীতিকে দেওয়া সন্মানের মতো দেখা হবে। আর এই সফরের ফলে সামুদ্রিক সুরক্ষার জন্য মালদ্বীপ এবং ভারত চুক্তি স্বাক্ষর করবে।
প্রধানমন্ত্রী মোদী ইস্টার হামলার তীব্র সমালোচনা করেছিলেন। উনি বলেছিলেন, ভারতের মানুষ সবসময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে। শ্রীলঙ্কায় ইস্টারের দিন হওয়া জঙ্গি হামলার সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা শ্রীলঙ্কাকে সম্পূর্ণ সমর্থন করবো।”
আপনাদের জানিয়ে রাখি, আজ নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালেহ শনিবার মহাসাগরের নজরদারি চালানোর জন্য ভারত দ্বারা নির্মিত র্যাডার প্রণালীর উদ্বোধন করেন। দুই নেতাই প্রতিরক্ষা এবং সামুদ্রিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যু গুলো নিয়ে কথাবার্তা চালান।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WQvRc0
Bengali News