-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নিখোঁজ বায়ুসেনার বিমান AN-32 এর তথ্য দিলেই দেওয়া হবে ৫ লক্ষ টাকার পুরস্কার, IAF জারি করলো ফোন নম্বর

- June 09, 2019


ভারতীয় বায়ুসেনা নিখোঁজ বিমান AN-32 এর তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিমানের তল্লাশিতে থাকা বিভিন্ন এজেন্সির প্রচুর চেষ্টার পরেও এখনো কোন সফলতা আসেনি। শুক্রবার ৭ই জুন এর সকালে ভারতীয় নৌসেনার P-8I এর বিমান তামিলনাড়ুর Arakkonam এ সার্চ অপারেশন শুরু করে, কিন্তু সেখানেও এখনো সফলতা আসেনি।

আর এরপর ভারতীয় বায়ুসেনা নিখোঁজ বিমানের ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে তাঁকে ৫ লক্ষ টাকার পুরস্কার দেবে বলে ঘোষণা করে। এয়ার মার্শাল আরডি. মাথুর, AOC ইস্টার্ন এয়ার কম্যান্ড নিখোঁজ বিমানের সঠিক তথ্য দেওয়া যেকোন ব্যাক্তি ৫ লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। আর এই তথ্য দেওয়ার জন্য IAF থেকে ফোন নম্বরও জারি করা হয়।

বিমানের তথ্য দিতে চাইলে ভারতীয় বায়ুসেনার 0378-3222164, 9436499477/ 9402077267/ 9402132477 যোগাযোগ করতে পারবেন। বায়ুসেনার মুখপাত্র উইং কম্যান্ডার রত্নাকর সিং বলেন, ইসরোর উপগ্রহ সমেত বিভিন্ন এজেন্সি তাঁদের টেকনোলজি আর সেন্সারের মাধ্যমে নিখোঁজ বিমানের খোঁজ চালাচ্ছে। উল্লেখ্য, বায়ুসেনার ওই বিমান সোমবার ৩ রা জুন চালক দলের ৮ সদস্য এবং ৫ যাত্রীর সমেত মোট ১৩ জনকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। বিমান নিখোঁজ হওয়ার ছয় দিন পরেও এখনো কোন সূত্র পাওয়া যায়নি।

এরই মধ্যে বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া নিখোঁজ বিমানের তল্লাশি অভিযান কেমন চলছে সেটা দেখার জন্য বায়ুসেনা স্টেশন জোরহাটে যান। ওনাকে তল্লাশি অভিযান সম্বন্ধীয় বিস্তৃত তথ্য দেওয়া হয়, এবং ইনপুট সমন্ধ্যে অবগত করানো হয়। উনি বিমানে থাকা ১৩ জনের পরিবারের সাথেই কথা বলে, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2I6qL3i
Bengali News
 

Start typing and press Enter to search