-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চা দিয়ে বানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, দেখুন সেই অবাক করা শিল্প এবং শিল্পীকে

- June 02, 2019


২০১৪ এর লোকসভা নির্বাচনে ‘চায়ে পে চর্চা” এত সফল হয়েছিল যে, এখনো সেই চর্চা থামেনি। ‘চায়ে পে চর্চা” ‘চায়ে পে কবিতা” ‘ চায়ে পে শায়েরি” এর পর এবার ‘চায়ে সে চিত্রকারি”। লোকসভা নির্বাচনে ২০১৯ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসকেরা, নিজেদের ক্ষমতা অনুযায়ী শুভেচ্ছা জানাচ্ছে। আর এরকম ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক প্রশংসক একটি ছবি এঁকে তাক লাগিয়ে দেন।

গুজরাটের নবসারিতে এই আশ্চর্য শিল্পকলা দেখতে পাওয়া গেলো। সেখানকার এক শিল্পী জিতু যাদব কালো আর সাদা চা ব্যাবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বানিয়েছেন। ২০১৯ এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভূতপূর্ব জয় হাসিল করেছেন, আর সেটার জন্য জিতু এই ছবি বানিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান।

জিতু যাদব ব্ল্যাক টি আর হোয়াইট টি এর শেড ব্যাবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আকর্ষক ছবি বানান। তিনি এই ছবি প্রধানমন্ত্রীকে নিজের হাতে উপহার দিতে চান। জিতু এই ব্যাপারে বলেন, ‘ আমি চা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বানিয়েছি। এক কাপ দুধ চা, আর এক কাপ দুধ ছাড়া চায়ের ব্যাবহার করেছি আমি।”

জিতু এই ছবি নিয়ে আরও তথ্য দিতে গিয়ে বলেন, ‘ যখন নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি চায়ে পে চর্চা নামে একটি প্রোগ্রাম চালিয়েছিলেন, আমি তখন থেকেই ওনার ফ্যান হয়ে উঠি।” জিতু আরও বলেন, ‘ এরকম ছবি বিক্রি করার জন্য তৈরি করা হয়না। যদি আমার ভাগ্য আমার সাথে থাকে তো, আমি এই ছবি নিজের হাতে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HRijof
Bengali News
 

Start typing and press Enter to search