পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। দুই দলের নেতাদের মধ্যেই বয়ানবাজি চলছে। আর এরই মধ্যে উত্তর প্রদেশের উন্নাও থেকে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) নিয়ে একটি মন্তব্য করে বসেন। উনি মমতা ব্যানার্জীকে ‘হিরণ্যকশিপু” (Hiranyakashipu) এর বংশধর বলে পরিচয় দেন।
হরিদ্বার থেকে সাক্ষী মহারাজ বলেন, যিনি বাংলার জয় শ্রী রাম বললে মানুষকে জেলে পাঠাচ্ছে, তাঁর সমন্ধ্যে আর কি বলা যায়? উনি বলেন, বাংলার অবস্থা এখন ত্রেতা যুগের মত হয়েছে। ত্রেতা যুগে রাক্ষস রাজা হিরণ্যকশিপু ‘জয় শ্রী রাম” বলার জন্য নিজের সন্তানকেই জেলে ঢুকিয়ে অত্যাচার চালিয়েছিল।
সাক্ষী মহারাজ বলেন, বাংলায় মমতা ব্যানার্জীও ঠিক এমনটাই করছেন এখন। জয় শ্রী রাম বললেই মানুষকে জেলে ঢুকিয়ে অত্যাচার চালাচ্ছেন তিনি। বিজেপি সাংসদ বলেন, মমতা ব্যানার্জী আবার হিরণ্যকশিপু এর পরিবারের কেউ না তো? উনি বলেন, মমতার শাসন বিচ্ছিনতাবাদীদের মতন, ওনার শাসনে বাঙালিরা আক্রান্ত, আর ওনাকে এর ফল ভোগ করতেই হবে।
আপনাদের জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনে বিজেপির সামনে মুখ থুবড়ে পড়া তৃণমূল কংগ্রেসের ক্ষততে নুন ছেটানর কাজ করছে বিজেপি। আর সেই জন্য বিজেপি ১০ লক্ষ পোস্ট কার্ডে জয় শ্রী রাম লিখে মমতা ব্যানার্জীকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এরাজ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির নব নির্বাচিত সাংসদ অর্জুন সিং বলেন, আমরা ১০ লক্ষ পোস্ট কার্ড লিখে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠাব। তৃণমূলের এই বাহুবলি বিধায়ক লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর উনিই এখন মমতা ব্যানার্জীর গলার কাটা হয়ে উঠেছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WkwWcw
Bengali News