ঝাড়খণ্ডের নকশাল (Naxal) প্রভাবিত এলাকা দুমকায় সেনা আর নকশাল জঙ্গিদের মধ্যে চরম সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন সেনার এনকাউন্টারে খতম হয় পাঁচ নকশাল জঙ্গি। আরেকদিকে এক এসএসবি জওয়ান ( SSB Jawan) শহীদ হন, এবং চার জওয়ান নকশাল জঙ্গিদের হামলায় আহত হন। প্রথমে তথ্য পাওয়া যাচ্ছিল যে, চার থেকে পাঁচ নকশাল জঙ্গি সেনার গুলিতে আহত হয়েছে। পরে খবর পাওয়া যায় যে, পাঁচ নকশাল জঙ্গি সেনার এনকাউন্টারে খতম হয়েছে।
পুলিশ মহানির্দেশক ওয়াই.এস রমেশ বলেন, রবিবার এসএসবি এর জওয়ানেরা জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল। আর সেই সময় প্রায় সাড়ে তিনটে নাগাদ নকশাল জঙ্গিরা আচমকা জওয়ানদের উপর হামলা চালায়।
নকশাল জঙ্গিদের হামলায় আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওয়াই.এস রমেশ বলেন, জঙ্গিদের সাথে চলা সংঘর্ষে এসএসবি জওয়ান নীরজ ছেত্রি শহীদ হয়েছে, এবং জওয়ান রাজেশ কুমার রায়, সোনু কুমার, সতিশ গুজ্জর আর করণ কুমার আহত হয়েছেন। আধিকারিক জানান, রাজেশ কুমার রায় কে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়, এবং বাকি তিন জওয়ান সোনু কুমার, সতিশ গুজ্জর আর করণ কুমার কে চিকিৎসার জন্য দুমকা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Superintendent of Police, Y S Ramesh : In an encounter with Naxals in Dumka, 1 jawan has lost his life and 4 others are injured. According to our information 4-5 Naxals have been shot. #Jharkhand pic.twitter.com/f5yjENH6zH
— ANI (@ANI) June 2, 2019
শোনা যাচ্ছে যে, দুমকার রানিশ্বর থানার কটলিয়া এর পাশে পুলিশ আর এসএসবি জওয়ানেরা সংযুক্ত অভিযান চালাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এলাকায় ১২ থেকে ১৫ জন নকশালি জঙ্গি লুকিয়ে আছে। সেনা আর পুলিশ নকশালিদের চারিদিক থেকে ঘিরে রেখেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ওই এলাকায় বিগত ৪ থেকে ৫ দিন ধরে নকশালিরা লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেনা সেখানে সংযুক্ত অভিযান চালায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XnpI3Z
Bengali News