-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী- অমিত জুটি ক্ষমতায় আসতেই ভয়ে কাঁপছে কট্টরপন্থীরা! কাশ্মীর সমস্যার সমাধান চাইল বিচ্ছিন্নবাদী নেতা।

- June 03, 2019


আরো একবার নরেন্দ্র মোদী(Narendra Modi) প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে এসেছেন, সাথে সাথে অমিত শাহকে(Amit Shah) দেশের  স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়ার সাথে সাথে বিরোধী দলীয় নেতাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। জানিয়ে দি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে ৩০০ টি আসন পেয়েছেন। একার দমে বিজেপি ৩০৩ টি সাংসদ পেয়েছে। বিজেপি এবং তার সহযোগী পার্টিগুলি মিলে সেই সংখ্যা ৩৫০ পেরিয়ে গেছে। অর্থাৎ নরেন্দ্র মোদী ২০১৪ সালের থেকে বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছেন।

আর যেহেতু মোদী ফিরে এসে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসিয়েছেন তাই এখন থেকেই আতঙ্কবাদী, কট্টরপন্থীরা থর থর কাঁপতে শুরু করেছে। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সাথে সাথে কাশ্মীরের বিচ্ছিন্নবাদী নেতাদের গলার শুরু বদলে গেছে। যারা দিন রাত এক করে দেশকে ভাঙার কথা বলতো তারাই এখন মোদীর উপর নিশ্চুপ হয়ে রয়েছে। হুরিত কনফারেন্স এর সভাপতি মির বাই উমর ফারুক বড় মন্তব্য করেছে।

হুরিয়ত কনফারেন্স যা এক সময় মোদী ও বিজেপিকে গালি দেওয়ার জন্য খ্যাত ছিল তারাই এখন সুর বদলে নিয়েছে। মির বাই উমর বলেছে, ভারতের জনগণ মোদীকে প্রচন্ড বহুমত দিয়ে কাশ্মীর সমস্যার সমাধানের সুযোগ করে দিয়েছে। যে হুরিয়ত কনফারেন্স কাশ্মীর সমস্যার সমাধান চাইতো না তারাই এখন সমাধানের কথা বলছে। এটাকে অবশ্য আলতাকিয়াও বলা যেতে পারে কারণ হটাৎ করে কখনোও কোনো পার্টি বা দলের মূল চিন্তাধারার পরিবর্তন হতে পারে না।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করার ফল। অমিত শাহ গুজরাটে পদে থাকার সময় কিভাবে কট্টরপন্থী দমন করেছিলেন সেটা সকলের জানা। তাই এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদ পাওয়ার পর একশন শুরু হতে পারে রি নিয়ে চিন্তিত বিচ্ছিন্নবাদী নেতারা। অমিত শাহ কিছু সময়ের মধ্যেই কাশ্মীরের ধারা ৩৭০ ও 35A এর উপর হাত দেবেন। যার পর অমিত শাহের কাজে বাধা হওয়া যে কোনো কট্টরপন্থীকে ছাড়া হবে না বলেই মনে করা হচ্ছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2wF3u1v
Bengali News
 

Start typing and press Enter to search