-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তৃণমূলের ৫০ বিধায়ক ও ৪ জন সাংসদ যোগাযোগ রাখছেন বিজেপির সাথে

- June 02, 2019


একসময় নানান যন্ত্রণা, অত্যাচার সহ্য করে তিলেতিলে তৃণমূল (All India Trinamool Congress) দলটাকে গড়েছিলেন তিনি। বদলে পেয়েছেন লাঞ্ছনা, এমনকি অনেক সময় দলে থাকাকালীন তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্তও হয়েছেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। এরপর মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সাথে বনিবনা হওয়াতে দল ছেড়ে বিজেপিতে নাম লেখান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের বেশিরভাগ নেতা, নেত্রী, বিধায়ক ও সাংসদরা মুকুল অনুগামী। এখন তিনি তৃণমূলে নেই, কিন্তু ওনার অনুগামীরা এখনো তৃণমূলেই রয়ে গেছেন। আর এবার তিনি একে একে সেই অনুগামীদের বিজেপিতে আনার কাজ করছেন।

ইতিমধ্যেই অর্জুন সিং, দুলাল বর, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ দের বিজেপিতে যোগ দেওয়া করিয়েছেন তিনি। এর সাথেও তৃণমূলের আরও কয়েক দাপুটে নেতা এবং হাজার হাজার কর্মী সমর্থক মুকুলের কথায় যোগ দিয়েছেন বিজেপিতে। শুধু মুকুল না, তৃণমূলের প্রাক্তন বাহুবলি বিধায়ক অর্জুন সিং ও গলার কাটা হয়ে উঠেছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর। দলের ভাঙন রুখতে বারবার করা হচ্ছে বৈঠক। কিন্তু কাজ হচ্ছে না তাতেও। এরজন্য রক্তচাপ বৃদ্ধি হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর।

এর আগে মুকুল রায় বলেছিলেন, তৃণমূলের বহু বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগ দিতে প্রস্তুত, তাঁরা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। এবার সেই জল্পনায় ঘি ঢেলে গতকাল মুকুল বাবু বলেন, ‘ তৃণমূলের ৫০ জন বিধায়ক ও ৪ জন সাংসদ যোগাযোগ রাখছেন বিজেপিতে। ” মুকুল রায়ের এই কথার পর চরম সঙ্কট তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। গতকাল কোচবিহার জেলার সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জেলার সমস্ত বিধায়কদের নিয়ে একটি জরুরি মিটিং ডাকেন। সেই মিটিংয়ে অনুপস্থিত ছিলেন শাসক দলের ৪ বিধায়ক। প্রসঙ্গত, কোচবিহার সমেত গোটা উত্তরবঙ্গে এবার নজিরবিহীন ফলাফল করেছে বিজেপি। আর এরপর গতকালের ঘটনা আরও ভাবাচ্ছে শাসক দলকে।

গতকাল নিজ বাড়িতে একটি প্রেস মিটিং করেন বিজেপির নেতা মুকুল রায়। সেখানে তিনি বলেন, তৃণমূলের বিধায়ক, সভাপতি, কাউন্সিলর, পুরোপ্রধান, পঞ্চায়েত প্রধান সমেত হাজার হাজার কর্মী সমর্থক এখনই বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। ” তিনি বলেন, তৃণমূলের গ্রাসরুট কর্মী থেকে বিধায়ক আর সাংসদ পর্যন্ত সবাই এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত।

তিনি বিজেপিতে তৃণমূলের বেনোজল ঢোকার প্রশ্নে বলেন, ‘ বিজেপি নিজের আদর্শের বাইরে কোন কাজ করবে না। তৃণমূলে শৃঙ্খলা নেই, তাই তাঁরা তাঁদের নেতা কর্মীদের সামলাতে পারছে না। কিন্তু বিজেপির একটা আদর্শ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে আদর্শিত হয়েই সবাই কাজ করবেন। ” তিনি বলেন, যখন যুদ্ধ হয়, তখন একটা রণনীতি আর রণকৌশল নিয়ে চলতে হয়। আমরা সেটাই করছি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Z97mUZ
Bengali News
 

Start typing and press Enter to search