পুরো বিশ্বের স্বামী তথা শ্রী রাম চন্দ্র এক মূর্তি অযোধ্যা থেকে চুরি হয়ে গেছিল। ভগবান শ্রী রামের অষ্টধাতুর মূর্তি অজয় নামের এক চোর চুরি করে নিয়ে পালিয়েছিল। এই মূর্তি রামজন্মভূমির পাশে যুগল মাধুরী কুঞ্জ মন্দির থেকে চুরি হয়েছিল। মূর্তি চুরি হওয়ার পর অনেকে খোঁজ চালানো হয়েছিল কিন্তু মূর্তি পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন মূর্তি ফিরে এসেছে।অজয় নামের যে যুবক মূর্তি চুরি করে নিয়ে গেছিল সে মূর্তি ফেরত দিয়ে গেছে।
অজয় জানিয়েছে, মূর্তি চুরির পর থেকে তার নান স্বপ্ন আসছিল। শুধু এই নয়, তার শরীরে অদ্ভুত ধরনের ব্যাথা শুরু হয়েছিল। প্রথমদিকে সে এতটা গুরুত্ব দেয়নি কিন্তু লাগাতার ব্যাথা থাকার কারণে সে চিন্তাতেও ভুগতে থাকে। তাই শেষমেষ ভগবানের মূর্তি ফেরত দিয়ে সে ক্ষমা চাইতে এসেছে। অজয় মূর্তিকে কোথাও বেচতেও পারেনি আর নিজের কাছেও রাখতে পারেনি। তাই সে যুগল মাধুরী কুঞ্জ মন্দিরে এসে মূর্তি ফেরত দিয়ে যায়।
মূর্তি ফেরত দেওয়ার পরেই অজয় পালিয়ে ছিল। কিন্তু এখন পুলিশ অজয়কে গ্রেফতার করে নিয়েছে। অজয় পুলিশের হেফাজতে রয়েছে। অজয় জানিয়েছে যে মূর্তি ফেরত দেওয়ার পর তার শরীরের ব্যাথা ঠিক হয়ে গেছে। অজয় গোন্দা জেলার বাসিন্দা সে ২৭ শে মে মূর্তি চুরি করে পালিয়ে ছিল। মূর্তি ফেরত দিয়ে অজয় শান্তি পেয়েছে এবং দুশ্চিন্তা মুক্ত হয়েছে বলে তার নিজের দাবি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MmwWEn
Bengali News