২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ফল করেছে। লোকসভায় এই অভূতপূর্ব জয়ের পর বিজেপি খুবই উৎসাহিত, আর তাঁরা এখন থেকেই ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে কমপক্ষে ২৫০ টি আসনে জয়লাভ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বিজেপি।
লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টির মধ্যে ১৮ টি আসনে জয়ের পর বিজেই ২০২১ এর জন্য মাস্টার প্ল্যান তৈরি করছে। এই প্ল্যানে বাকি বিরোধী দলের সাথে সাথে তৃণমূল থেকে বিজেপিতে আসার ইচ্ছে প্রকাশ করার নেতাদের নিয়েও ভাবনা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস এরাজ্যে ২২ টি আসন দখল করেছিল।
তৃণমূল কংগ্রেসের নব্য বাঙালি প্রেম আর বিজেপিকে অবাঙালি দল প্রমাণ করতে চাওয়া তাঁদের পরিকল্পনার বিরুদ্ধে বিজেপি বাঙালীদের স্বার্থে মাঠে নেমে ঝাপাতে শুরু করছে। ২০২১ এর নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু হবে বেকারত্ব ঘোচাতে রাজ্যে শিল্পায়ন এবং দেশ আর রাজ্যের স্বার্থে নাগরিক পঞ্জিকরণ (NRC) বিল পাস করানো। এরাজ্যে NRC লাগু করে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি নাগরকদের তাড়ানো বিজেপির প্রধান উদ্দেশ্য।
শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির এই ইস্যুকে বেশি গুরুত্ব দিতে চাইছে না। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন যে আগামী বিধানসভা ভোটে বিজেপি এরাজ্য থেকে একটাও আসন পাবেনা। উনি এও বলছেন যে, এরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে। তৃণমূল আবার ক্ষমতায় এসে বিজেপির স্বপ্ন চুরমার করে দেবে বলে জানান তিনি। লোকসভা নির্বাচনে এরাজ্যে বিজেপি ৪০.৫ শতাংশ ভোটে থাবা বসিয়েছিল। যেটা তৃণমূলের কাছে খুবই চিন্তার বিষয়।
বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব আর পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা এরাজ্যে ২৩ টি আসন জয়ের লক্ষ্য রেখছিলাম। এবার আমাদের নতুন লক্ষ্য বিধানসভা নির্বাচনে ২৫০ সিট দখল করা। আমরা আমাদের নির্বাচনী রণনীতি স্থির করছি, আর এই লক্ষ্যে পৌঁছানর জন্য আমরা আমদের সর্বস্ব দেবো।”
বিগত পাঁচ বছরে এরাজ্যে বিজেপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে। একসময় এই রাজ্যে সিপিএম আর তৃণমূলের নাম ছাড়া কারোর নামই শোনা যেতনা, আর এখন এখানে বিজেপির প্রচুর প্রভাব বিস্তার করে বিয়েছে। ২০১৪ এর লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল এরাজ্যে ৩৪ টি লোকসভা আসন দখল করেছিল। আর পাঁচ বছরে সেটা কমে ২২ হয়ে গেছে। তৃণমূলের এই পতনই বিজেপির অভূতপূর্ব উত্থানের কারণ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Zek7O0
Bengali News