পবিত্র হনুমান চল্লিশায় বলা হয়েছে, ভগবানের নাম নিলে ভুত, প্রেত, পিশাচ নিকটে আসে না। হনুমান সর্বদা ভগবান রামের নাম জপ করতেন। এখনও ভারতের কোটি কোটি মানুষ ভগবান শ্রী রামের নাম নেয়। কিন্তু পশ্চিমবঙ্গে(West Bengal)ভগবান রামের নাম মুখে আনা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অভিযোগ উঠছে যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর(Mamata Banerjee) সামনে কেউ তিনটি শব্দ তথা জয় শ্রী রাম উচ্চারণ করলে তাকে অবশ্যই গ্রেফতার হতে হবে। মমতা ব্যানার্জীর সামনে জয় শ্রী রাম বলার জন্য অনেকেবার অনেকজনকে গ্রেফতার হওয়ার কান্ড সবাই দেখেছে।
গতকাল মমতা ব্যানার্জী এই নিয়ে ফেসবুকেও পোষ্ট করেন। মমতা ব্যানার্জী খোলাখুলিভাবে ‘জয় শ্রী রাম’ শ্লোগানের বিরোধ করার কারণ জানান। উনি বলেন, এটা ধর্মীয় শ্লোগান যা রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে বিজেপির এই ষড়যন্ত্রের বিরূদ্ধে সকলকে রুখে দাঁড়ানো উচিত বলে তার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। মমতা ব্যানার্জী লিখেছেন, আমরা কখনোই আরএসএস এর এই ধর্মীয় শ্লোগানকে জোরপূর্বক রাজনৈতিক শ্লোগানে পরিণত হতে দিতে পারি না।
বাংলা কখনই এই ধরনের বিষয় মেনে নিতে পারেনি এবং পারবে না বলে মত প্রকাশ করা হয়েছে মমতা ব্যানার্জীর ফেসবুক পেজে। জয় শ্রী রাম শ্লোগানের উপর মমতা ব্যানার্জীর বিরোধ করা নিয়ে এখন প্রায় সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। তাই এবার মমতা ব্যানার্জী ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেন। ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য উনি এর বিরোধ করেন বলে জানিয়েছেন। দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে ‘জয় শ্রী রাম’ শ্লোগানের বিরোধ করা উচিত বলে মত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। ধর্মীয় মেরুকরনের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন। অবশ্য বিজেপি সমর্থকদের প্লাটা অভিযোগ, মমতা ব্যানার্জী এক তরফার তোষণের জন্যই বিশৃঙ্খলা তৈরি হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Iiyni1
Bengali News