মিডিয়া পোর্টাল The Print এর এডিটর চিফ হলেন NDTV এর প্রাক্তন সাংবাদিক শেখর গুপ্তা (shekhar gupta )। NDTV ছাড়াও দেশের বহু নিরপেক্ষ চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেছেন শেখর গুপ্তা। তবে এখন উনার সাংবাদিকতার উপর প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আসলে সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু বর্তমানে কিছু গণমাধ্যম যেভাবে একতরফা হয়ে নিজের মত প্রকাশ করছে তা খুবই দুর্ভাগ্যজনক। সম্প্রতি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে চতুর্থ দফা অবধি যে রাজনৈতিক হিংসা দেখা গেছে তার লাগাতার আপডেট আমরা India Rag এর পাঠকদের দিয়েছিলাম। পুরো দেশে একদিকে যখন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে তখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ঘটনা পূর্বের বিহারের কথা স্মরণ করাচ্ছিল। এমনকি নিবার্চন কমিশন পর্যন্ত পশ্চিমবঙ্গের এমন শোচনীয় অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছিল। বিশাল সংখ্যায় আধা সেনা নিযুক্ত করার পরেও পশ্চিমবঙ্গে হিংসা লক্ষ করা গেছে যার উপর তীব্র নিন্দা জানিয়েছিল দেশের সংবাদ মাধমগুলি। এমনকি যে সব সংবাদ মাধ্যমের ক্যামেরা সবসময় পশ্চিমবঙ্গেও বিপরীত দিকে থাকে তারাও পশ্চিম বঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল।
তবে এই ইস্যুতে সাংবাদিক শেখর গুপ্তা যা বলেছেন তা আরো হতাশার বিষয়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে এতদিন অবধি চুপ থাকার পর এখন মুখ খুলেছেন শেখর গুপ্তা। বিগত সময়ে শেখর গুপ্তা ও তার মিডিয়া পোর্টাল The Print তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কোনো সমালোচনা সামনে আসেনি। তবে The Print এর এডিটর চিফ এতদিন পর পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে মুখ খুলেছেন।
শেখর গুপ্তা বলেছেন, আগুনের সাথে আগুন দিয়ে লড়তে হয়-বিষকে বিষ দিয়ে মারতে হয়। তাই মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে যেভাবে মোদী-শাহকে টক্কর দিয়েছেন তা বেশ প্রশংসনীয় বলে মত প্রকাশ করেছেন The Print এর এডিটর চিফ শেখর গুপ্তা। একজন অভিজ্ঞ সাংবাদিক হওয়ার জন্য আড়ম্বরপূর্ন ভাষার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসাকে ন্যায্যতা প্রতিপাদন করেছেন।
শেখর গুপ্তা নিজের লেখা টুইটের সাথে The Print এর একটা লেখা সংযোগ করেছেন। ওই আর্টিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যাপক সমালোচনা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে হওয়া রাজনৈতিক হিংসাতে কোনো দোষ খুঁজে পাননি সাংবাদিক মহাশয়। মোদী পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভেদাভেদ করে ক্ষমতায় আসতে চাইছে, এমন যুক্তি দিয়ে রাজনৈতিক হিংসাকে সমর্থন করা হয়েছে The Print এর আর্টিকেলে। কিন্তু এক সম্প্রদায়কে তোষণের কারণে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হচ্ছে সেটা উল্লেখ করেননি শেখর গুপ্তা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JfA6Xd
Bengali News