আজ ১৯ মে এবং লোকসভার নির্বাচনের শেষ দফার ভোটিং চলছে। আজ সকাল সকাল অভিনেতা ফারহান আখতার বিজেপি পার্থী সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে মোর্চা খুলে দিয়েছেন। ফারহান আখতার আজ সকালে ঘুম থেকে উঠতেই সকলের কাছে অনুরোধ করে বলেছেন কেউ সাধ্বী প্রজ্ঞাকে ভোট দেবেন না। ফারহান আখতার বলেছেন ভোপালবাসী সাবধানে থাকুন, কেউ সাধ্বী প্রজ্ঞাকে ভোট দেবেন না। সাধ্বী প্রজ্ঞাকে ভোট দিলে ভোপালে দ্বিতীয় গ্যাস কান্ড হয়ে যাবে বলে মন্তব্য করেন ফারহান আখতার।
জানিয়ে দি, ভোপালে ৭ দিন আগেই ভোটিং সম্পূর্ণ হয়ে গেছে। আজ ১৯ মে, আজ ভোপালে কোনো ভোটিং নেই। লোকসভা নির্বাচনের জন্য ভোপালে ১২ ই মে ভোটিং সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু ফারহান আখতার আজ বলছেন, সাধ্বী প্রজ্ঞাকে কেউ ভোট দেবেন না নাহলে গ্যাসকান্ড হয়ে যেতে পারে। ফারহান আখতারের এই কর্মকাণ্ডের উপর দেশের সচেতন জনতা উত্তর দেয়।
অনেকে বলেন, নেশার ঘোর কাটিয়ে উঠুন ভোপালে নির্বাচন ৭ দিন আগেই হয়ে গেছে। জানিয়ে দি, ফারহান আখতার সম্পূর্ণ বিজেপি ও মোদী বিরোধী। এমনকি ফারহান আখতারের আব্বু জাভেদ আখতারও মোদী বিরোধী। এমনকি সিনেমার মাধ্যমে জাভেদ আখাতর হিন্দু বিরোধী গতিবিধি চালান বলেও অনেক সময় অভিযোগ সামনে আসে। এর আগে ফারহান আখতারের আব্বু সকলকে অনুরোধ করেছিলেন কানাইয়া কুমারকে ভোট দেওয়ার জন্য।
ফারহান আখতারের আম্মি শাবানা আজমি হিন্দু ধর্মের দেবীদের নিয়ে কুমন্তব্য করে বিতর্কে এসেছিলেন। তাই স্বভাবতই BJP বিরোধিতা করা, মোদী বিরোধীতা করা এদেরকে মানায়। কিন্তু নির্বাচন পেরিয়ে যাওয়ার ৫ দিন পর এমন কাজ খুবই হাস্যকর বলেই মনে করা হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WUXZYm
Bengali News