-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সন্তানের মুখই দেখতে পাননি শহীদ সুখদয়াল! গুলি লাগার পরেও, জঙ্গিকে খতম করেছিলেন তিনি

- May 21, 2019

আমাদের সুরক্ষার জন্য ভারতীয় সেনার (Indian army) এক জওয়ান নিজের জীবন বিপন্ন করে দেওয়ার জন্য একবারও ভাবেনা। ওনার চলে যাওয়ার পর ওনার কাহিনী আমাদের মধ্যে থেকে যায়, আর সেটা শুনেই আমরা অনুপ্রেরণা পাই। আজ আমরা দেশের এক বীর জওয়ান শহীদ সুখদয়ালের (Sukhdayal Singh) কাহিনী আপনাদের জানাবো।

২০১৭ এর অগস্ট মাসে শহীদ হওয়ার একমাস আগেই পুত্র সন্মানের জন্ম হয়েছিল। কিন্তু শহীদ জওয়ান তাঁর পুত্র সন্তানের মুখ না দেখেই বীরগতি প্রাপ্ত করেন। ১৯ আগস্ট এর দিনে জম্মু কাশ্মীরের জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে পাঠানকোট জেলার সমরালা গ্রামের বীর যোদ্ধা সুখদয়াল সিং গুরুতর আহত হন, এবং মিলিটারি হাসপাতালে চিকিৎসার সময় তিনি মারা যান।

২৬ বছর বয়সী শহীদ সুখদয়াল সিং ২০১৩ সালে ভারতীয় সেনায় যোগ দেন। তিনি ২৮ ন্যাশানাল রাইফেলসে সিপাহী এর মর্যাদা পান। ডিসেম্বর ২০১৬ আলে সুখদয়ালের বিয়ে পল্লবীর সাথে হয়। সুখদয়ালের পরিবার অনুযায়ী, একমাস আগেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল পল্লবী। কিন্তু সুখদয়াল তাঁর সদ্যজাত সন্তানের মুখ না দেখেই শহীদ হয়ে যান।

শহীদ জওয়ানের মা জানান, সুখদয়াল দেড় মাস আগেই ছুটিতে এসেছিল, আর তাঁর যাওয়ার চারদিন পরেই পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি যে, সুখদয়াল নিজের ছেলের মুখ দেখতে পারবে না।

শহীদ জওয়ানের মা জানান, তাঁর ছোট ছেলে সুখদয়াল ছোট বেলা থেকেয় ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিল। সে ছোট থেকেই বলত সেনা যোগ দিয়ে আমি দেশের সেবা করবো, আর শত্রুদের খতম করব। সে চরম পরিশ্রম করে, আর সেনাতে ভর্তি হয়ে যায়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Qiga7v
Bengali News
 

Start typing and press Enter to search