এনকাউন্টার শুরু হতেই এলাকার কয়েক যায়গায় সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এলাকাবাসী। পুলিশের অনুযায়ী, শোপিয়ান জেলার কেলর এর জঙ্গল এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। এরপর সেনা সংযুক্ত অভিযান চালায়।।ভারতীয় সেনার জওয়ানদের দেখে জঙ্গিরা ফায়ারিং শুরু করে দেয়। সেনাও তাঁদের ফায়ারিং এর যোগ্য জবাব দেয়। কিন্তু সেনার তরফ থেকে গুলি চলার পরেই জঙ্গিরা পালিয়ে যায়। এরপর অনেক সময় ধরে এলাকায় ঘেরাবন্দি করে তল্লাশি চালানো হয়, কিন্তু কোন জঙ্গির হদিশ পাওয়া যায়না।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পাশে সেনাকে লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। গ্রেনেড দেওয়ালে লেগে ফেটে যাওয়ার কারণে কোন হতাহত হয়নি। জঙ্গিরা প্রথমে গ্রেনেড ছোঁড়ে, এরপর এলোপাথাড়ি গুলি চালায়। জঙ্গিদের গুলির জবাবে সেনা পাল্টা গুলি চালালে, জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। যদিও এই ব্যাপারে এখনো পুলিশের কাছ থেকে কোন অফিসিয়ালি তথ্য পাওয়া যায়নি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30yJKun
Bengali News