সব গুলিয়ে খেয়েছেন। ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে উনি সবই ভুলে যাচ্ছেন। বিজেপির জয় শ্রী রাম কাটা মমতা ব্যানার্জির গলায় এমন বিঁধেছে যে, উনি রোজই একটা একটা করে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন।
প্রথমে উনি জয় শ্রী রামকে গালাগালি বলে সম্বোধন করেন। এরপর তিনি শ্রী রাম চন্দ্রকে দেবতা বলে মানতেই নারাজ হলেন। তারপর আবার তিনি সীতা মাতাকে শ্রী রাম চন্দ্রের মা বলে জানালেন। আর এবার তিনি মহাভারতের চরিত্র কুন্তী পুত্র মহাবীর কর্ণকে মাতা বলে সম্বোধন করলেন। আজ নির্বাচনী প্রচারে খড়গপুরে গিয়ে তিনি এই নতুন সংযোজন করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JcapaO
Bengali News