লোকসভা নির্বাচনে এখন মাত্র অন্তিম দফার ভোট বাকি আছে। এই অন্তিম দফার নির্বাচনে উত্তর প্রদেশের ঘোসির ভোটাররা চরম সঙ্কটে। কারণ তাঁদের এখন একটাই কথা, মহাজোটের প্রার্থী অতুল রায় (Atul Roy) গেলো কোথায়? অতুল রায় ঘোসি (Ghoshi) থেকে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টির প্রার্থী। আর তিনি ওই এলাকায় কিছুদিন প্রচারও করেছিলেন। কিন্তু এখন অনেকদিন ধরেই তিনি উধাও। আসলে মহাজোটের প্রার্থী অতুল রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। আর অতুল গ্রেফতারি থেকে বাঁচাও জন্য পালিয়ে বেড়াচ্ছে। আর পুলিশও ওনাকে ধরার জন্য আলাদা আলাদা যায়গায় খুঁজে বেড়াচ্ছে।
ঘোসি আসনে ভারতীয় জনতা পার্টির হরি নারায়ণ রাজভর মহাজোটের প্রার্থীকে টক্কর দিচ্ছেন। ধর্ষণের মামলায় অভিযুক্ত অতুল রায় নিজেকে বাঁচানোর জন্য হাইকোর্টেও গেছিলেন। কিন্তু হাইকোর্ট থেকেও উনি হতাশ হয়ে ফিরেছেন।
আদালত ওনার গ্রেফতারীর উপর স্টে অর্ডার জারি করবে না বলে জানিয়েছে। এখন শোনা যাচ্ছে যে, তিনি গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য আণ্ডারগ্রাউন্ড হয়েছেন। ওই আসনে একদিকে যেমন বিজেপি আক্রমণাত্বক হয়ে প্রচার চালাচ্ছে। তেমনই আরেকদিকে মহাজোট এটা খুঁজে বেড়াচ্ছে যে, প্রার্থীর শুন্যতা তাঁরা কিভাবে পূরণ করবে। মহাজোটের সমর্থকরাও এখন চরম সঙ্কটে পড়েছে। তাঁরা এখন এটাই ভাবছে যে, প্রার্থীই তো গায়েব! তাহলে ভোট কাকে দেব? মহাজোট এখন ওই আসনে বিকল্প ব্যাবস্থার কথা ভাবছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30fPJnH
Bengali News