বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘ ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করে দেখান “। অমিত শাহ বলেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পশ্চিমবঙ্গে আমাকে সভা করা থেকে আটকাচ্ছে, কিন্তু উনি রাজ্যে বিজেপির বিজয় রথ আটকাতে পারবেন না। উনি আরও বলেন, ‘আমি প্রভু শ্রী রামের নাম নিয়ে জয় শ্রী রাম স্লোগান দিলাম। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জী আমাকে গ্রেফতার করে দেখাক।”
বিজেপির সভাপতি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে একটি জনসভা থেকে বলেন, ‘যদি কেউ জয় শ্রী রাম স্লোগান দেয়, তাহলে মমতা দিদি রেগে যান। আমি আজ এখান থেকে জয় শ্রী রাম এর স্লোগান দিচ্ছি। যদি দিদির ক্ষমতা থাকে, তাহলে আমাকে গ্রেফতার করে দেখাক। আমি কাল কলকাতায় থাকব।”
অমিত শাহ বলেন, মমতা দিদির সরকার এই রাজ্যে মোদী সরকারের কোন প্রকল্প চলতে দেয়না। কারণ মমতা দিদি জানেন, যদি ওই প্রকল্প শুরু হয়ে যায়। তাহলে এখানে দিদিকে আর কেউ গুনবে না। সবাই মোদীর নামে জয়ধ্বনি দেবে।
হেলিকপ্টার অবতরণে বাঁধা দেওয়ার জন্য তৃণমূল সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। অমিত শাহ বলেন, মমতা ব্যানার্জীর সরকার আতঙ্কে আছে। ওরা আমাকে সভা করার থেকে আটকাতে চাইছে। তৃণমূল আমাকে এরাজ্যে সভা করা থেকে আটকাতে পারবে, কিন্তু বিজেপির বিজয় রথ আটকাতে পারবেনা।
রাজ্য সরকার অমিত শাহ এর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি। আর সেই জন্য যাদবপুরে আজ অমিত শাহ এর রোড শো স্থগিত করা হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VyPXrd
Bengali News