-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

BJP পুনরায় সরকার গঠন না করতে পারলে, ধ্বংস হয়ে যাবে ‘NIFTY” – রিপোর্ট

- May 16, 2019

 

লোকসভা নির্বাচন ২০১৯ (Lok Sabha Election 2019) এর ফলাফল ২৩ তারিখ ঘোষণা হবে। আর এই নির্বাচনে কেন্দ্রে যদি NDA এর সরকার গঠিত না হয়, তাহলে ন্যশানাল স্টক এক্সচেঞ্জ এর নিফটি (NIFTY) এর সূচক ১৫ শতাংশ পর্যন্ত নেমে যাবে। এটা সুইজারল্যান্ড এর ব্রোকরেজ কোম্পানি ইউবিএস সিকিউরিটিজ (UBS Securities) এর রিপোর্টে বলা হয়েছে। UBS সমীক্ষা এবং উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ আর রাজস্থানে তাঁদের সফর নিয়ে বলছে যে এই নির্বাচনে কারোর পক্ষে হাওয়া দেখা যাচ্ছেনা। ২০১৪ এর তুলনায় এবছর নির্বাচনী গতিবিধি অনেক মন্থর।

রিপোর্টে বলা হয়েছে যে, যদি শাসক দল সরকার না গড়ে জোট অথবা আঞ্চলিক দল গুলো ক্ষমতায় আসে তাহলে NIFTY ১০ থেকে ১৫ শতাংশ নীচে চলে যাবে। আরেকদিকে শাসক দল যদি ২৫০ এর কম আসন পায়, তাহলে ভবিষ্যতে সরকার গড়া পর্যন্ত ওঠানামা থাকবে। তাছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে, যদি শাসক দল ২৫০ এর বেশি আসনে জয় লাভ করে, তাহলে NIFTY পাঁচ শতাংশ বেড়ে এখনকার থেকে বাজার মজবুত হবে।

উল্লেখনীয়, ২০১৪ এর নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশ থেকে ৭১ টি আসন পেয়েছিল। আরেকদিকে এবছরের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে গত বছরের তুলনায় বেশ সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে বলে জানাচ্ছে রিপোর্ট।

রিপোর্ট অনুযায়ী, NDA যদি ২৫০ এর কম আসন পায় তাহলে সরকার গড়া পর্যন্ত বাজারে ওঠানামা চলবে। এবং NDA ২৫০ এর বেশি আসন পেলে নিফটি পাঁচ সূচক বেড়ে এখনকার স্তরের তুলনায় মজবুত হবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30p1PLn
Bengali News
 

Start typing and press Enter to search