-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

BJP হারবে, আমি জয়লাভের জন্য আল্লাহ-তালার কাছে দোয়া চাইবো: শরদ পওয়ার,NCP

- May 20, 2019

লোকসভা নির্বাচনের এক্সিট পোল বের হওয়ার পর থেকে বিরোধী দলগুলির মধ্যে একটা হতাশার পরিবেশ তৈরি হয়েছে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি(NCP) এর প্রমুখ শরদ পওয়ার বিরোধী দলগুলির কাছে ধৰ্য্য ধরার জন্য অনুরোধ করেছেন। উনি বলেন, দেশে এখন এক অন্য পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে টিভি মিডিয়াগুলির কারণে মানুষ চিন্তিত হচ্ছে বলে দাবি শরদ পওয়ারের। আসল ছবি ২ দিন পরেই দেশের সামনে আসবে বলে দাবি করেন শরদ পওয়ার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমন করে শরদ পওয়ার বলেন, আমি এই প্রথম দেখলাম যে কোনো প্রধানমন্ত্রী নিজের কাজকর্ম ছেড়ে হিমালয়ে গিয়ে বসে আছে। আসলে প্রধানমন্ত্রী মোদীর কেদারনাথ যাত্রাকে আক্রমন করে শরদ পওয়ারের এ কথা বলেন। নির্বাচন শেষ হওয়ার পর দেশে  অনেক নাটক শুরু হয়েছে এবং ২ দিন পর বাস্তব ছবি দেখা যাবে। শরদ পওয়ার আরো বলেন, ‘রাজনীতিতে নাটকবাজি হয় সেটা আমি দেখছি। আমি আল্লাহ-তালার কাছে দোয়া করবো জয়লাভের জন্য।’

জানিয়ে দি, মহারাষ্ট্রে কংগ্রেস ও NCP জোট করে নির্বাচন লড়ছে। অন্যদিকে বিজেপি ও শিবসেনা আরো একবার জোট করে নিয়েছে। ২০১৪ সালে মহারাষ্ট্র থেকে শিবসেনা ও বিজেপি ভালো ফলফল করেছিল এবং বাকি দলগুলি বড় ঝটকা পেয়েছিল। এবারের ফলাফল ২৩ তারিখে জানা যাবে। তবে এক্সিট পোলের অনুযায়ী, NDA  ৪২ থেকে ৪৫ টি আসন পাবে এবং UPA ৪ টি থেকে ৬ টি আসন পাবে। তবে এই এক্সিট পোলের উপর বিশ্বাস করতে রাজি নন NCP প্রমুখ শরদ পওয়ার। উনি আল্লাহ তালার কাছে দোয়া করেই বিজেপিকে হারিয়ে জয়লাভ করবেন বলে মত প্রকাশ করেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Jy3Mjo
Bengali News
 

Start typing and press Enter to search