উত্তর প্রদেশের গাজীপুরে BSP আর BJP কে ভোট দেওয়া নিয়ে হওয়া বিবাদে এক ব্যাক্তি তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য ক্ষুব্ধ এক রামবচন নামের এক যুবক সোমবার তাঁর স্ত্রী নীলম (২৫) কে হত্যা করে। যদিও যুবকের শ্বশুর বাড়ির তরফ থেকে পণ নিয়ে হওয়া ঝামেলার জন্য খুনের মামলা দায়ের করেছে।
পুলিশের অনুযায়ী, রবিবার দুজনের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কাতর্কি হয়। স্বামী BSP কে ভোট দিতে বলেছিল, কিন্তু নীলম বিজেপিকে ভোট দিয়েছিল। আর এই নিয়েই সোমবার সকালে আবার তর্কাতর্কি শুরু হয়। আর এরপরেই রামবচন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নীলমের প্রাণ কেড়ে নেয়। হত্যার পর অস্ত্র হাতে রামবচন স্ত্রীর মৃতদেহর পাশেই দাঁড়িয়ে ছিল। এলাকার মানুষ আসতে দেখে, সে সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনার খবর পেতেই নীলমের বাড়ির লোক সেখানে পৌঁছে যায়। তাঁরা পণ নিয়ে হত্যার অভিযোগ এনে অবরোধ করার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বুঝিয়ে সুঝিয়ে তাঁদের অবরোধ তুএ দেয়। এরপর যুবতীর মায়ের কথা মত, যুবতীর শ্বশুর, শ্বাশুরি আর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ সোমবার বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WQ510l
Bengali News