সভা করবেন যুবরাজ, তাই কেটে ফেলা হল ১০০ বছরের পুরানো গাছ! এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হেলিকপ্টার নামার জন্য সারি সারি গাছ কেটে ফেলা হয়েছিল চন্দননগরে। এবার মুখ্যমন্ত্রীর ভাইপোর সভার জন্য কেটে ফেলা হল শতাব্দি প্রাচীন অশ্বত্থ গাছ।
প্রাচীন গাছ কেটে ফেলায় ক্ষোভ জমেছে এলাকাবাসীর মধ্যে। অভিষেক ব্যানার্জীর হেলিকপ্টার নামার জন্য ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে হেলিপ্যাড তৈরি হয়েছে, আর সেই হেলিপ্যাডের জন্য প্রাচীন গাছকে বলি দিতে হল।
উল্লেখ্য, আগামী ৩রা মে যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর সমর্থনে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সভা করতে আসছেন তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জী। ওনার হেলিকপ্টারের ল্যান্ডিং এর জন্য যায়গা বাছাই করতে রীতিমত হিমশিম খেতে হয়েছে তৃণমূলের নেতাদের। তারপর ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারকে হেলিকপ্টার ল্যান্ডের জন্য বেছে নেওয়া হয়েছে।
এই ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা এবং যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য cVIGIL এ অভিযোগ জানিয়েছেন। উনি কমিশনে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। আরেকদিকে তৃণমূলের ডাকাবুকো নেতা সওকত মোল্লা জানিয়েছেন, ‘ অভিষেক এখনো কোথায় নামবে ঠিক হয়নি, আমরা দুটো যায়গা হেলিপ্যাড এর জন্য নির্ধারিত করেছি। এখন পর্যবেক্ষক দল এসে ঠিক করবে কোথায় নামানো হবে হেলিকপ্টার।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GBNIKZ
Bengali News