প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে আছেন। গুজরাটে ২৬ টি আসনে আগামী ২৩ এপ্রিল ভোট দেওয়া হবে। গুজরাটের পাটনে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় নরেন্দ্র মোদী বলেন, ‘ পাকিস্তান যদি আমাদের পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে না দিত, তাহলে সেদিন পাকিস্তানে রক্ত গঙ্গা বয়ে যেত। আমি পাকিস্তানকে বলেছিলাম, যদি আমাদের পাইলটের কিছু হয়। তাহলে তোমাদের ছাড়ব না। প্রধানমন্ত্রীর চেয়ার থাকুক আর না থাকুক, হয় আমি বেঁচে থাকতাম, না সন্ত্রাসবাদ।”
PM Narendra Modi in Patan,Gujarat: When #Abhinandan was captured by Pakistan, I said(to Pakistan) that If anything happens to our pilot then we will not leave you pic.twitter.com/0Vlcb7I1A6
— ANI (@ANI) April 21, 2019
নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ আমার রাজ্যের মানুষের কর্তব্য, তারা যেন ভূমি পুত্রের দেখভাল করে। গুজরাটের সমস্ত ২৬ টি আসন আমাকে দিন। আমার সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গড়বে। কিন্তু যদি আমরা গুজরাট থেকে সব আসন না পাই, তাহলে ২৩শে মে টিভিতে চর্চা হবে, গুজরাটে এমন হল কেন?”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনসিপি নেতা শরদ পাওয়ারের উপর হামলা করে বলেন, ‘ উনি বলেছেন, আমি জানিনা মোদী কি করবে। যদি উনি না জানেন মোদী আগামী দিনে কি করবে? তাহলে ইমরান খান কি করে জানবেন?”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UvsQIG
Bengali News