ফের বড়সড় ভাঙন দেখা দিলো শাসক শিবিরে। লোকসভা ভোটের আগে এই ভাঙন বেশ চিন্তায় ফেলছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে দিয়ে সব যায়গায় মমতা ব্যানার্জী এরাজ্যে ৪২ এ বিয়াল্লিশ টি আসন জেতার দাবি করছেন। কিন্তু ওনার দাবিকে ভুল প্রমাণিত করছেন ওনার দলের কর্মী সমর্থকেরাই। তাই রোজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন শাসক শিবিরের নেতা, কর্মী এবং সমর্থকেরা।
একদিন আগেই হালিশহরে বড়সড় ভাঙন ধড়িয়ে তৃণমূলের ১০০০ কর্মী সমর্থক এবং হালিশহর পুরসভার উপ-পুর প্রধান সহ চারজন কাউন্সিলর যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁর সাথে বীজপুরের তৃণমূলের দাপুটে নেতাও যোগ দিয়েছিলেন বিজেপিতে।
এবার আরেকটি গুঞ্জন উঠছে যে, মুকুল পুত্র শুভ্রাংশু রায় ও যোগ দিতে চলেছেন বিজেপিতে। গতকাল তৃণমূলের কাছে অপমানিত হয়ে উনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, আর তারপর থেকেই সেই গুঞ্জন আর বেড়েছে।
এদিন পুরুলিয়া জেলার মানবাজার এর ২ নং ব্লকের দিঘী ও নকুলবাড়ি গ্রামের ২০০ টি পরিবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে যোগ দেন বিজেপিতে। মানবাজার ২ নং ব্লকের বিজেপির সভাপতি আসিশ্বর মহাতোর হাত ধরে এদিন তারা বিজেপিতে যোগ দেন। লোকসভা ভোটের আগে জঙ্গল মহলে তৃণমূল যে ধীরে ধীরে শক্তি খোয়াচ্ছে সেটা বলাই বাহুল্য।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GxJHa3
Bengali News