প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর সফরে আছেন। বৃহস্পতিবার উনি এক বিশাল রোড শো করেছিলেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বেরানো ওই রোড শোয়ে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। হর হর মোদী, ঘর ঘর মোদী এর স্লোগানে গোটা কাশি ভরে যায়। রাস্তার দুই ধারে মানুষ তো ছিলেনই, এমনকি ছাদ থেকেও ওনার উপর পুষ্প বৃষ্টি হয়। বারাণসীর মুসলিম মহল্লার উপর দিয়েও ওনার রোড শো যায়। মা গঙ্গার আরতিতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদী একটি জনসভার মাধ্যমে মানুষকে সম্বোধিত করেন।
मोदी लहर… #KashiBoleNaMoNaMo pic.twitter.com/1vmZlhoQRO
— BJP (@BJP4India) April 25, 2019
আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে মনোনয়ন দাখিল করবেন। আজ মনোনয়ন দাখিলে এনডিএ এর দিগগজ নেতারা উপস্থিত থাকবেন। ২০১৪ এর থেকেও এবার বারাণসীতে মোদী ঝড় বড় বলেই মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেই বিশাল মোদী ঝড়ের জন্য অরবিন্দ কেজরীবার আর প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়াই করার সাহস দেখায়নি।
Pictures from PM Shri @narendramodi's massive roadshow in Kashi. #KashiBoleNaMoNaMo pic.twitter.com/uhPx2hYU6z
— BJP (@BJP4India) April 25, 2019
काशी के दशाश्वमेध घाट पर गंगा आरती में भाग लेते हुए प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी। लाइव देखें https://t.co/EnREaokeNo पर। #KashiBoleNaMoNaMo pic.twitter.com/ZvisMBcyuG
— BJP (@BJP4India) April 25, 2019
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2L4ZstH
Bengali News