অসমের নওগাঁ (Nowagaon)জেলায় ১০০ বছরের পুরানো মসজিদের একটি অংশ হাইওয়ে বানানোর জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। আর সেই জন্য এলাকার মানুষের সহমতিতে মসজিদকে অন্যত্র স্থানান্তর করার কাজ চলছে। এই কাজটি প্রাচীন স্থাপত্য সংরক্ষণের উদ্দেশ্যে করা হচ্ছে।
NH-37 এর কাছে একটি মসজিদের মিনারকে হাঁটানোর কাজ এলাকায় সবার প্রশংসা কুরাচ্ছে। সেখানে হাইওয়েকে প্রসস্থ করার কাজ চলছে, আর তাঁর জন্য মসজিদকে হাঁটানো খুবই দরকার। কর্মরত ইঞ্জিনিয়ারদের অনুসারে আগামী ১৫-২০ দিনে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
Assam: Minaret of historic mosque being shifted to pave way for highway
Read @ANI Story | https://t.co/Dl5CKK84Nd pic.twitter.com/v3OPB56miD
— ANI Digital (@ani_digital) April 26, 2019
কোনোরকম ক্ষতি না করে মসজিদকে সরানোর কাজের জন্য হরিয়ানার একটি কোম্পানির সাহাজ্য নেওয়া হয়েছে। ওই কোম্পানি হাইড্রোলিক সিস্টেম উপলব্ধ করিয়েছে। ইঞ্জিনিয়ারদের অনুসারে, ১০০ এর বেশি শ্রমিক এই কাজে অংশ নিয়েছে। সম্পূর্ণ সুরক্ষিত ভাবে এই কাজকে করা হবে বলে জানিয়েছে তাঁরা।
স্থানীয় মানুসের অনুসারে, ওই মসজিদ হিন্দু আর মুসলিমদের একতার প্রতীক। ১৯৫০ সালে ওই এলাকায় বড়সড় ভূমিকম্প হয়েছিল, কিন্তু তাতেও ওই মসজিদের কোন ক্ষতি হয়নি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2W62jn6
Bengali News