-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের সামনে ঝুঁকতে হল চীনকে, জম্মু কাশ্মীর সমেত গোটা অরুনাচলকে ভারতের অংশ বলে স্বীকৃতি দিতে বাধ্য হল তাঁরা

- April 25, 2019

এর আগে অরুনাচল প্রদেশকে নিজের অংশ বলা চীন, এবার নিজেদের একটি নকশায় পুরো জম্মু কাশ্মির আর অরুনাচল প্রদেশকে ভারতের অংশ বলে স্বীকৃতি দিলো। বেজিংয়ে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এর দ্বিতীয় সন্মেলনে চীন একটি ম্যাপ প্রদর্শন করে। সেই ম্যাপেই চীন গোটা জম্মু কাশ্মির আর অরুনাচল প্রদেশকে ভারতের অংশ বলে স্বীকৃতি দেয়।

ওই ম্যাপে ভারতকে BRI এর অংশ বলা হয়েছে। যদিও ভারত BRI এর সন্মেলন বহিস্কার করেছে। এর আগে ২০১৭ সালে BRI এর প্রথম সন্মেলনে ভারত অংশ নিয়েছিল না। এই সন্মেলনে ৩৭ টি দেশ অংশ নিচ্ছে। BRI উদ্দেশ্য রাজমার্গ, রেল লাইন, বন্দর আর সি-লেন কে নেটওয়ার্কের মাধ্যমে এশিয়া, আফ্রিকা আর ইউরোপের সাথে যুক্ত করা। তিনদিন চলা এই সন্মেলনের শুভারম্ভ বৃহস্পতিবার হয়েছে। আর এই সন্মেলনে চীন যেই ম্যাপ প্রকাশিত করেছে, সেটি চীনের কমার্স মিনিস্ট্রির তরফ থেকে জারি করা হয়েছে।

গোটা জম্মু কাশ্মীর আর অরুনাচল প্রদেশকে ভারতের অংশ দেখিয়ে চীন এক নজিরবিহীন এবং বিরল পদক্ষেপ নিয়েছে। কারণ কিছুদিন আগেই চীন হাজার হাজার ম্যাপ নষ্ট করে ফেলেছিল, যেখানে অরুনাচলকে ভারতের অংশ দেখানো হয়েছিল।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VrHQfg
Bengali News
 

Start typing and press Enter to search