আর্থিক তছরুপের পর গ্রেফতারি থেকে বাঁচার জন্য রবার্ট বঢরা পাটিয়ালা হাউস কোর্টের দরজায় কড়া নাড়ল। এই মামলায় আজ শুনানি হতে পারে। এই মামলার লিঙ্ক রবার্টের সহযোগী মনোজ আরোড়ার সাথে যুক্ত। আর্থিক তছ্রুপের মামলায় ইডি মনোজকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। পাটিয়ালা হাউস কোর্ট আপাতত মনোজ আরোড়ার গ্রেফতারি তে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত রুখে দিয়েছে।
ইডির অনুসারে আর্থিক তছ্রুপের মামলায় মনোজ গুরুত্বপূর্ণ ব্যাক্তি। ও রবার্টের বিদেশের সব সম্পত্তি সমন্ধ্যে জানে। আর সেই সম্পত্তি রক্ষার জন্য অথবা চালনা করার জন্য সে সবরকম টাকা পয়সার ব্যাবস্থা করে। ইডি আদালতে জানায় যে এই মামলা রবার্টের লন্ডনে কেনা সম্পত্তির সাথে জড়িত। ওই সম্পত্তিতে কোটি কোটি টাকার তছ্রুপের অভিযোগ আছে। বঢরা লন্ডনের ওই সম্পত্তির মালিক।
ইডি তাঁদের আবেদন পত্রে জানায়, ‘ 12, Bryanston Square লন্ডনের সম্পত্তি বঢরার। ওই সম্পত্তির দাম ১৯ লক্ষ পাউন্ড, ওই সম্পত্তির মেরামতি এবং পয়সার ব্যাবস্থা বঢরা করেছে”
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2D0O62u
Bengali News