বিহারে বিরোধী দলের নেতা তথা RJD পার্টির সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব নিজেকে সিংহের বাচ্চা বলেছেন। তেজস্বী যাদব এখন বিজেপি ও নরেন্দ্র মোদীর উপর লাগাতার আক্রমন করছেন। এই আক্রমন করতে গিয়েই উনি নিজেকে সিংহের বাচ্চা বলে গণ্য করেছেন। উনি বলেছেন যে উনি কাউকে ভয় পান না, কারণ উনি সিংহের বাচ্চা। উনি বলেন বিজেপি ভীতু এবং কাপুরুষোচিত পার্টি।
তেজস্বী যাদব নিজেকে সিংহের বাচ্চা হলে একটা গ্রাফিক্স ফটো রিলিজ করেছেন।
বিজেপির কার্যকর্তা ও বিজেপি সমর্থকদের গুন্ডা বলে অভিহিত করেছেন তেজস্বী যাদব। উল্টে নিজেকে সিংহের বাচ্চা বলেছেন। একইসাথে তেজস্বী যাদব বলেছেন যে মায়ের দুধ খেয়ে থাকলে সামনে এসে দেখাক বিজেপি।
सुनो भाजपाई गुंडो, शेर का बेटा हूँ, बिहार की महान माटी का लाल हूँ। तुम्हारी गीदड़ भभकी से नहीं डरता।
माँ का दूध पिया है तो सीधे लड़ो, कायरों की तरह क्यों दुबक कर लड़ रहे हो? pic.twitter.com/1zvhnelFoR
— Tejashwi Yadav (@yadavtejashwi) April 7, 2019
প্রসঙ্গত জানিয়ে দি, তেজস্বী যাদব লালু যাদবের ছেলে। লালু প্রসাদ যাদব পশু খাদ্য চুরির মামলায় জেলে রয়েছে, অবশ্য শারীরিক অসুস্থতার কারণে লালু প্রসাদ যাদব এখন হাসপাতালে রয়েছে। তেজস্বী অভিযোগ করেছে যে তাকে হাসপাতালে তার বাবার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটাকে উনি বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VvqiMa
Bengali News