লোকসভা ভোটের আগে দিকেদিকে শক্তি বৃদ্ধি হচ্ছে বিজেপির। এরাজ্যে ২৩ টি আসনের জয়ের লক্ষ্য রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ। আর সেই লক্ষ্যেই এরাজ্যের বিজেপি নেতারা কোমর বেঁধে নেমেছে। প্রতিদিনই রাজ্যের কোনা কোনা থেকে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর আসছে। আর এবার বিজেপিতে যোগদানের খবর আসলো গঙ্গারামপুর থেকে।
গঙ্গারামপুর মহাকুমায় দুটি এলাকা থেকে প্রায় ৫১০ জন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপি সূত্র অনুযায়ী বংশীহারি ব্লকের 5 নম্বর মহাবারি পঞ্চায়েতের ডুমনিপাড়া এলাকার ৯০ টি পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় ১৫০ টি পরিবারের মোট ৫১০ জন যোগ দেন বিজেপিতে।
গঙ্গারামপুরের ডুমনিপাড়া এলাকার সিপিএম এর নেতা ক্ষীরোদচন্দ্র রায় এবং তৃণমূলের প্রাক্তন সদস্য দীপক ঠাকুর সহ আরও অনেকেই গতকাল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন টাউন সভাপতি সঞ্জীব দাস, জেলা সভাপতি ফণীভূষণ মাহাত।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UCj7Vo
Bengali News