শ্রীলঙ্কার রাজধানী কলম্বো তে ৩ টি চার্চ, ৪ টি হোটেল আরেকটি চিড়িয়াখানায় হওয়া ব্লাস্টে কমপক্ষে ১৯০ জনের মৃত্যু হয়েছে। পুলিশের মুখপাত্র জানায়, ওই হামলায় এখনো পর্যন্ত ৫০০ জন আহত হয়েছেন। পাওয়া তথ্য অনুযায়ী, ৩ টি চার্চ আর ৩ টি হোটেলে সকাল বেলায় হামলা হয়েছিল। আর দুপুর নাগাদ একটি হোটেল এবং চিড়িয়াখানায় বিস্ফোরণ হয়।
এই সিরিয়াল ব্লাস্টের পর শহরের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় রবিবার বিকেল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তাঁর সাথে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার ও হোয়াটস অ্যাপকে অনির্দিষ্ট কালের জন্য ব্লক করা হয়েছে।
ঘটনাস্থলে ত্রাণ এবং রক্ষা কার্জ জারি আছে। ওই হামলায় ৩৫ এর থেকেও বেশি বিদেশীদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কলম্বোর হাসপাতালে ৯জন বিদেশী নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IM26l4
Bengali News