একটা বড়ো খবর মধ্যপ্রদেশ থেকে সামনে আসছে। যেখানে কংগ্রেসী মুখ্যমন্ত্রী কমলনাথের ব্যাক্তিগত সচিব ও তার দুই ঘনিষ্ঠ এর উপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছাপামারি চালিয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রায় ৯ কোটির মতো কালোধন বাজেয়াপ্ত করেছে। ইনকাম ট্যাক্সের টিম আজ ভোর ৩ তে থেকে ছাপামারি শুরু করেছে। প্রাপ্ত খবর অনুযায়, কালো সম্পত্তি হিসেবে ক্যাশ ছাড়াও অন্যান্য দ্রব্য(সোনা, রুপা)পাওয়া গেছে।
BREAKING: मध्य प्रदेश के मुख्यमंत्री कमलनाथ के निजी सचिव समेत दो करीबियों पर आयकर विभाग की छापेमारी में अब तक 9 करोड़ नकद बरामद, देर रात तीन बजे से एमपी और दिल्ली में हो रही है छापेमारी.https://t.co/EHYJ1pjZqJ pic.twitter.com/2cicp6nbge
— ABP न्यूज़ हिंदी (@abpnewshindi) April 7, 2019
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই ছাপামারি কমলনাথের নিজের সচিব ও তার দুই ঘনিষ্ঠদের ঠিকানায় করেছে। দিল্লি ও মধ্যপ্রদেশ দুই স্থানে এই ছাপামারি চালানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে দি, এখন নির্বাচন কমিশনের অন্তর্গত হয়ে সমস্ত সংগঠন কাজ করছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য এবং অন্যান্য কাজে কালো সম্পত্তির ব্যাপক ব্যাবহার হয়ে থাকে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের থেকে কালো সম্পত্তি বের হওয়া খুবই গম্ভীর বিষয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2WT8URB
Bengali News