এ স্যাট মিসাইলের সফল পরীক্ষণের পর ডিআরডিও আর ইসরো সম্ভাবিত বিপদ থেকে সতর্ক থকার জন্য, এবং সেই বিপদকে এড়িয়ে চলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ডিআরডিও এর প্রধান জি সতিশ রেড্ডি বলেন, আমরা ডাইরেক্ট এনার্জি উইপেন, লেজার ইলেক্ট্রোম্যাগনেটিক পালস এর সাথে অর্বিট্যাল কিলার্স এর টেকনোলজি কে আরও উন্নত করার জন্য কাজ করছি। উনি বলেন, আমরা এই নিয়ে পুরো তথ্য দিতে পারব না, কিন্তু আমরা এই মিশনে অনেক এগিয়ে গেছি।
গত ২৭ মার্চ ভারত পৃথিবী থেকে মিসাইল লঞ্চ করে মহাকাশে ৩০০ কিমি দূরে থাকা এক স্যাটেলাইটকে ধ্বংস করে নিজেদের ক্ষমতার প্রদর্শন করে। আর এই সফল পরীক্ষণের পর ভারত মহাকাশে সুপার পাওয়ার হওয়া বিশ্বের চতুর্থ দেশ হয়ে যায়। পরীক্ষণে ব্যাবহার করা উপগ্রহ ভারতেরই ছিল, আর পরীক্ষণের পর সেতির হাজার হাজার টুকরো হয়ে যায়।
ডিআরডিও প্রধান সতিশ রেড্ডি বলেন, তিন স্টেজের ইন্টারসেপ্টর মিসাইল ১০০০ কিমি পর্যন্ত লক্ষ্য ভেদ কোর্টে পারে। আর তাঁর সাথেই এই মিসাইল একসাথে অনেক গুলো লক্ষ্যকে নিশানা বানাতে পারে।
সূত্র থেকে জানা যায়, যদি কোন বিদেশী শক্তি দেশের প্রধান উপগ্রহকে নিশানা বানায়। তাহলে সেনার জন্য মিনি উপগ্রহ লঞ্চ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ডিআরডিও দীর্ঘ সময় ধরেই DEW মত উচ্চ শক্তি লেজার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ প্রোগ্রাম চালিত করছে। এই প্রগ্রামের ফলে আকাশ এবং মাটিতে স্থির লক্ষ্য গুলোকে সহজেই ধ্বংস করা যেতে পারে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2KehskM
Bengali News