-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জৈশ এ মহম্মদকে পুরো শেষ না করা পর্যন্ত সেনার এনকাউন্টার চলবেঃ সেনা প্রধান

- March 11, 2019

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে গত রবিবার জৈশ এ মহম্মদ এর তিন জঙ্গিকে খতম করে সেনা। জঙ্গিদের পরিচয় হিসেবে একজন পাকিস্তানি বলে জানা গেছে। জৈশ এর ওই জঙ্গিদের মধ্যে পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রী সাজ্জাদ ও মারা গেছে। সাজ্জাদের গাড়ি নিয়েই পুলওয়ামার হামলা করা হয়েছিল।

সেনা জানায়, ২০১৯ এর প্রথম ৭০ সিনে ৪৪ জঙ্গিকে খতম করা হয়েছে। তাঁদের বেশিরভাগই জৈশ এ মহম্মদ এর জঙ্গি ছিল।

২০১৮ সালে সীমান্তে জৈশ এ মহম্মদ ১৬২৯ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। আর এই বছরে এখনো পর্যন্ত ৪৭৮ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

জম্মু কাশ্মীরের পুলিশ আইজি জানান, সেনার লাগাতার অল আউট অপারেশন চলার জন্য বিগত চার মাসে জঙ্গি দলে নতুন সদস্যের ভর্তির পরিমাণ কমেছে।

চিনার কর্প এর জিসিও কেজিএস ঢিলোন বলেন, পুলওয়ামা হামলার ২১ দিনের মধ্যে ১৮ জঙ্গিকে খতম করা হয়েছে। মৃত ১৮ জন জঙ্গির মধ্যে ১৪ জন জৈশ এ মহম্মদ এর জঙ্গি। আর ১৪ জৈশ এর জঙ্গির মধ্যে ৬ জন জৈশ এর কম্যান্ডার ও ছিল। মৃত জঙ্গিদের মধ্যে জৈশ এ মহম্মদ এর প্রধান কম্যান্ডার মুদাসসার ও মরেছে। মুদাসসার পুলওয়ামা জঙ্গি হামলায় যুক্ত ছিল।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2u5667z
Bengali News
 

Start typing and press Enter to search