আজ সোমবার ভারতীয় সেনার জন্য বড় খুশির খবর নিয়ে এলো। আজ ভারত উড়িষ্যার বালাসৌরে পিনাকা মিসাইলের দুবার সফল পরীক্ষণ করল। দুই বারই এই মিসাইল ৯০ কিমি দূরে থাকা টার্গেটকে ধ্বংস করে দিয়েছে।
গত বছরে উড়িষ্যার চাদিপুরে Proof and Experimental Establishment এর সাহায্যে পিনাকা রকেটের অ্যাডভান্স ভার্সনের সফল পরীক্ষা করা হয়েছিল। গাইডলাইন সিস্টেমের এই রকেটে মারক ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘ দুবার এই মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে, আরও কিছু পরীক্ষা করার পরিকল্পনা চলছে।”
প্রথমে পিনাকা মিসাইলে গাইডলাইন সিস্টেম ছিলনা, এখন সেটিকে অত্যাধুনিক করে গাইডলাইন সিস্টেম দিয়ে চালনা করা হবে। এই ক্ষেত্রে, হায়দ্রাবাদ রিসার্চ সেন্টার বিল্ডিং (আরসিআই) শিপিং, গাইডলাইন এবং কন্ট্রোল কিট বিকশিত করেছিল। আরসিআই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এর অধীনে কাজ করে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UrGiOx
Bengali News