লোকসভা ভোট যতই এগিয়ে আসছে বিজেপির প্রতি মানুষের ভালোবাসা ততই বেড়ে চলেছে। রোজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে কর্মী সমর্থক যোগ দিচ্ছেন বিজেপিতে। এরকমই দৃশ্য দেখা গেলো এবার পুরুলিয়াতে। পুরুলিয়ায় তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছেড়ে ১৫০ টি পরিবার বিজেপিতে যোগদান করলো।
সোমবার পুরলুলিয়ার ঝালদার ১ নং ব্লকে শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক বিজেপিতে যোগ দেয়। পুরুলিয়া জেলার বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত কংগ্রেস ও বাম সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
আরেকদিকে সোমবার রাতে পুরুলিয়া জেলার ঝালদা দরদা গ্রাম পঞ্চায়ের এলাকার দরদা অঞ্চলে ১৫০ পরিবার বিজেপিতে যোগ দেন। বিভিন্ন দল ছেড়ে আসা ওই ১৫০ টি পরিবারের হাতে দলীয় পতাকা পুলে দেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি সুভাষ মাহাত।
বিজেপিতে যোগ দিয়ে কর্মী সমর্থকেরা অভিযোগ করে বলেন, ‘ দিদি বলছেন রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। অথচ স্বাধীনতার ৭২ বছর পরেও পিছিয়ে রয়েছে পুরুলিয়া। তৃণমূলে শুধু নেতাদেরই উন্নয়ন হচ্ছে রাজ্যবাসীর না। তাই এবার আর তৃণমূল না, এবার বিজেপি চাই।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FvIBtE
Bengali News